এই মুহূর্তে




বর্ষায় পায়ের বিশেষ যত্ন, সংক্রমণ থেকে দূরে থাকতে কী করবেন?




নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে সব থেকে বড় সমস্যা জমা জল। বাড়ির সামনে হোক বা কাজ থেকে বাড়ি ফিরতে একই সমস্যা দেখতে হয় সকলেই। তবে বর্ষায় চুলের যত্ন, ত্বকের যত্ন নেওয়া হলেও সব থেকে বেশি যত্ন নিতে হয় পায়ের। বাড়ি থেকে বের হলে বা বাড়ি ফেরার পথে জমা জলে পা দিতে হয়। পায়ে লাগে নোংরা জল। ফলে পায়ে সমস্যা হতে পারে। তাই জলকাদাময় রাস্তায় হাঁটাচলার পর আলাদা করে পায়ের যত্ন নিতেই হবে। কীভাবে সেই যত্ন নেবেন?

প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে ভালো করে পা পরিষ্কার করে নিতে হবে। তারপর গামছা বা নরম কাপড় দিয়ে শুকনো করে পা মুছে নিতে। এরপর বিছানায় উঠে ভাল করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। পা সব সময়ের জন্য পরিষ্কার রাখতে হবে।

প্রতিদিন পা পরিষ্কার করলেও, সপ্তাহে দুই দিন পিউমিক স্টোন দিয়ে পা ঘষতে হবে। এর ফলে পায়ে জমে থাকা ডেডসেল উঠে যাবে। পায়ে জমে থআকা ময়লা বসতে পারবে না।

সারাবছর সকলে ফ্যাশনেবল জুতো পরলেও, এই সময় বিশেষ ধরনের জুতো পরতে হয়। ওয়াটার প্রুফ জতো হলে ভাল। বর্ষার গামবুট বা পা ঢাকা জুতো পরা সবথেকে ভাল। এরফলে পায়ের মধ্যে জল ঢুকতে পারবে না। চামড়ার জুতোর পরিবর্তে রবারের জুতো ব্যবহার করতে পারেন। রাস্তার জমা জল পেরোতে হলে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে জুতো খুলে পা সাবান দিয়ে ধুয়ে নিন। পায়ে যাতে কোনওরকম সংক্রমণ না হয় সেদিকে নজর দিতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই বর্ষায় ঘুরে আসুন টুক করে, রইল সেরা ১০টি গন্তব্যের ঠিকানা

মাছের রাজা ইলিশে রয়েছে একাধিক উপকারিতা, জানেন কী?

হজম নিয়ে জেরবার? ঘরোয়া টোটকায় অ্যাসিডিটি, গ্যাসের সমস্যার সমাধান করুন

মানসিক স্বাস্থ্য ভাল রাখতে চান? নজর রাখুন এই দিকে..

আপনিও কি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? জানুন ঘরে বসেই

ঠাকুরঘরে কোন ধরনের মূর্তি রাখবেন, জেনে নিন বিশদে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ