এই মুহূর্তে




পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ, আর ২৪ নয়, এক দিন হবে ২৫ ঘণ্টায়




নিজস্ব প্রতিনিধি: ছোট থেকেই জেনে আসছেন ৬০ সেকেন্ডে এক মিনিট। ৬০ মিনিটে এক ঘন্টা। আর ২৪ ঘন্টায় এক দিন। তবে এবার সেই জানার ক্ষেত্রে খানিকটা বদল আসতে চলেছে। আর ২৪ ঘন্টায় এক দিন হবে না। তাহলে? কত ঘন্টায় হবে একদিন? জবাব হল- ২৫ ঘন্টায়।

না, মোটেও রসিকতা করছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় উঠে এসেছে, পৃথিবী থেকে ক্রমশই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ। পৃথিবী থেকে চাঁদের বর্তমান দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এখন চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তার ফলে মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণনগতি কমে যাচ্ছে। এর ফলে পৃথিবীর দিনের সময় ধীরে ধীরে বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বাড়বে। তবে তা কয়েক মিনিট নয়, পুরো ১ ঘন্টা বাড়বে। অর্থা‍ৎ ১ দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা থেকে বেড়ে হবে ২৫ ঘন্টা।

সংবাদমাধ্যম ‘ ডেইলি মেইল’কে উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন মেয়ার্স বলেছেন, ১৪০ কোটি বছর বছর আগে চাঁদ কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে ১৮ ঘন্টায় এক দিন হত। বর্তমানে প্রতিবছর প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে চাঁদ। যার অর্থ আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে। এমন এক সময় আসবে, যখন চাঁদ একটি স্থিতিশীল দূরত্বে পৌঁছে যাবে। তখন শুধু আমাদের গ্রহের এক দিক থেকে চাঁদ দেখা যাবে।’ কবে পৃথিবীতে ২৫ ঘন্টায় একদিন হবে সে বিষয়েও বিজ্ঞানীরা একটা ইঙ্গিত দিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, ২৫ ঘন্টায় একদিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ২০ কোটি বছর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বান্ধবীকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চুরি করে শ্রীঘরে ঠাঁই তিন কলেজ পড়ুয়ার

মৃত্যুর শংসাপত্র লিখতে ৪০ হাজার ঘুষ দাবি চিকি‍ৎসকের! প্রতিবাদে রাস্তায় বিজেপি বিধায়ক

স্ত্রীর কাছে স্বামীর যৌন সুবিধা চাওয়া নিষ্ঠুরতা নয়, জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট

শান্তিতে নোবেল পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন

একেই বলে ভাগ্য! জন্মদিনের আগেই লটারিতে জিতলেন আড়াই কোটি

LIVE

পছন্দের পোশাক না পরায় মহিলা সহকর্মীকে অ্যাসিড মারার হুমকি বেঙ্গালুরুর ব্যক্তির

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ