এই মুহূর্তে




AI-এর অপব্যবহার! তিন বোনের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল, লজ্জায় আত্মঘাতী ১৯ বছরের যুবক

নিজস্ব প্রতিনিধি: বোনেদের এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ভাইয়ের কাছে লাখ লাখ টাকা দাবি, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি, ব্ল্যাকমেইল, লজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হলেন ১৯ বছরের তরুণ। ঘটনাটি ঘটেছে, হরিয়ানার ফরিদাবাদে। যেখানে তিন বোনের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অশ্লীল ছবি বানিয়ে একজন তরুণকে দিনের পর দিন ব্ল্যাকমেইলেই অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। লজ্জায় সেই কিশোরকে অকালেই শেষ হয়ে যেতে হল। পরিবার সূত্রের খবর, ওই ছেলেটি ডিএভি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নাম রাহুল ভারতী। গত ১৫ দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল রাহুল, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছিল না। প্রায়শই ঘরে চুপ চাপ বসে থাকত। কিন্তু মনের মধ্যে চাপা যন্ত্রণা কিছুতেই বাড়ির লোকজনের সঙ্গে শেয়ার করতে পারেনি সে।

রাহুলের বাবা মনোজ ভারতী জানিয়েছে দুই সপ্তাহ আগে কেউ রাহুলের ফোন হ্যাক করে নিয়েছিল। এরপর তাঁর ফোনে থাকা তাঁর বোনেদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশ্লীল ছবি এবং ভিডিও তৈরি করেন তাঁরা। রাহুল এবং তাঁর তিন বোনেরই অশ্লীল ছবি তৈরি করেন অপরাধীরা। এরপর চ্যাটে ‘সাহিল’ নামক এক যুবক রাহুলকে কয়েকটি অশ্লীল ভিজ্যুয়াল পাঠায়। যেগুলি তাঁর বোনেদের ছিল। ছবিগুলি পাঠিয়ে তাঁরা রাহুলের কাছ থেকে ২০,০০০ টাকা দাবি করেন। কিন্তু রাহুল টাকা দিতে রাজি না হলে, ‘সাহিল’ নামক যুবকটি রাহুলকে সমস্ত ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। আর তা সহ্য করতে না পেরেই রাহুল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। সাহিল তাঁকে দিনের পর দিন আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিল। এমনকি এমন কিছু পদার্থের কথাও বলেছিল যা তার মৃত্যুর কারণ হতে পারে।

এরপরেই বিরক্ত হয়ে, রাহুল শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ কিছু ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেন। তার অবস্থার অবনতি হলে, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার, সেখানেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাহুল। ভুক্তভোগীর বাবা জানিয়েছেন, ‘কেউ আমার মেয়েদের অশ্লীল ভিডিও এবং ছবি রাহুলের ফোনে পাঠিয়েছিল এবং সেগুলো ভাইরাল করার হুমকি দিচ্ছিল। এতে রাহুল বিরক্ত হয়েছিল। মানসিক নির্যাতনের কারণেই সে বিষ খায়। তাকে হয়রানি করা হচ্ছিল ক্রমাগত। নীরজ ভারতী নামে পরিচিত এক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে।যে আমার ছেলের মৃত্যুর কয়েক ঘন্টা আগে আর সঙ্গে কথা বলেছিল।’ এই ঘটনায় রাহুলের মা তাঁর দেওরকে অভিযুক্ত করেছেন।যার সঙ্গে রাহুলের ঝগড়া হয়েছিল। এবং তাদের ছয় মাস কথা বন্ধ ছিল।পরিবারের অভিযোগের ভিত্তিতে, পুলিশ এখনও পর্যন্ত দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছে, বর্তমানে তার বাবার অভিযোগের ভিত্তিতে মামলাটি তদন্ত করা হচ্ছে। মোবাইল ফোনটি পরীক্ষা করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটি সাইবার অপরাধ এবং এআই প্রযুক্তির অপব্যবহারের আরও একটি গুরুতর উদাহরণ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যৌন সঙ্গমে বাধা, রাগে ছাদ থেকে স্ত্রীকে ছুড়ে ফেললেন পাষণ্ড স্বামী

কূপওয়ারায় খেলার মাঠে আচমকা বিস্ফোরণ, জখম ভবিষ্যতের সৌরভ-শচিনরা

রক্ষকই ভক্ষক! যৌন হেনস্থার চেষ্টা করায় পুলিশ কনস্টেবলকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে গেলেন মহিলা

‘১০ মুসলিম মেয়েকে তুলে এনে বিয়ে করো’, হিন্দু যুবকদের পরামর্শ প্রাক্তন বিজেপি বিধায়কের

‘ট্রাম্পকে ভয় পান মোদি’, দ্বারভাঙার সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

কী কাণ্ড! বীরভূমে এসে নাকি ভোট দিয়ে যান নরেন্দ্র মোদি, আসেন মমতাও, ব্যাপারটা কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ