এই মুহূর্তে




‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

নিজস্ব প্রতিনিধি: ভারতের ইতিহাসে সর্দার বল্লভভাই প্যাটেল এক স্মরণীয় নাম। শুক্রবার পালিত হল তাঁর ১৫০ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৃঢ় কণ্ঠে বললেন শত্রুদের প্রতি ভারতের প্রতিক্রিয়া এখন “নির্ধারক, শক্তিশালী এবং বিশ্বের কাছে দৃশ্যমান”। গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটিতে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে এক স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে “ভারত শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম”। প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরের সময়, সমগ্র বিশ্ব দেখেছিল যে যদি কেউ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে, তাহলে ভারত তাদের ঘরে ঢুকে মেরে আসে (ভারত শত্রুর ভূখণ্ডে পাল্টা আঘাত হানে)।” আজ পাকিস্তান এবং সন্ত্রাসবাদের কাণ্ডারীরা জানে ভারতের আসল শক্তি কেমন।”

প্রধানমন্ত্রী জাতীয় একতা দিবসের মঞ্চ ব্যবহার করে কংগ্রেসকে আক্রমণের সুযোগ হারাতে চাননি। তাই তিনি বলেছেন, “সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ শুধু বহিরাগত হুমকির বিরুদ্ধেই ছিল না। মাওবাদ এবং অনুপ্রবেশের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলির বিরুদ্ধেও সরকারের দৃষ্টিভঙ্গিকে পরিচালিত করেছিলেন তিনি। ২০১৪ সালের আগে, মাওবাদিরা দেশের বিশাল অংশ জুড়ে তাদের নিজস্ব শাসন কায়েম করেছিল। স্কুল, কলেজ এবং হাসপাতালগুলি উড়িয়ে দেওয়া হত যখন তখন। প্রশাসন অসহায়ের মতো দেখত। আমরা মাওবাদিদের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করেছি, করে চলেছি। তার ফলাফল আজ দৃশ্যমান। এর আগে মাওবাদিদের প্রভাব ছিল ১২৫টি জেলায়, আজ তা ১১টিতে এসে ঠেকেছে। মাওদের আধিপত্য তিনটি জেলায় সীমাবদ্ধ।” অনুপ্রবেশকে বৃহত্তর সমস্যা হিসাবে বলতে গিয়ে তিনি বলেছেন, “অবৈধ অনুপ্রবেশ ভারতের ঐক্যের জন্য এক মারাত্মক হুমকিস্বরূপ। যদি দেশের নিরাপত্তা এবং পরিচয় ঝুঁকির মধ্যে থাকে, তাহলে প্রতিটি নাগরিকও ঝুঁকির মধ্যে থাকেন।”

প্রসঙ্গত, স্বাধীনতার পর ভারতকে একীভূত করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা স্মরণ করে ২০১৪ সাল থেকে প্রতি ৩১ অক্টোবর দিনটি জাতীয় ঐক্য দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এদিনও তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮২ মিটার উচুঁ সর্দারের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও X হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে ভারতের লৌহমানবকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ