এই মুহূর্তে

ইঁদুর মারার ফাঁদই কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল ঠাকুরমা-নাতি সহ ৩ জন

নিজস্ব প্রতিনিধি: ইঁদুরকে মারতে গিয়েই চলে গেল তিনটি প্রাণ। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঠাকুরমা-নাতি ও এক প্রতিবেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে ৮ টা নাগাদ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা মোশারেফ সিকদারের বাড়ির পাশে ইঁদুরের হাত থেকে ধানের চারা বাঁচাতে বিদ্যুতের তার দিয়ে অস্থায়ী বেড়া তৈরি করা হয়েছিল। ওই তারে বিদ্যুতের লিকেজ থাকায় ঘটে যায় বিপত্তি। প্রথমে ওই এলাকায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ৮ বছরের শিশু সাইফান সিকদার। শিশুটিকে বাঁচাতে ছুটে যান তার ঠাকুরমা রাহেলা বেগম। তিনিও অসাবধানবশত তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঠাকুরমা ও নাতিকে বাঁচাতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী ইরান সিকদার। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভহাব আকার নেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহেলা বেগম এবং ইরান সিকদারের। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: নোয়াখালীতে প্রকাশ্যে পিটিয়ে যুবককে হত্যার পর আনন্দে মিষ্টি বিলি করলেন বিএনপি কর্মীরা

নিহতদের মধ্যে রয়েছেনা তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)। মুকসুদপুর কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর সাজেদুর রহমান জানান, বিদ্যুতের তারে লিকেজ থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আনন্দপুরের জতুগৃহে ঠিক কি ঘটেছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন যমকে ফাঁকি দেওয়া বিষ্ণুপদ

আর লুকোচুরি নয়, জনসমক্ষে পঞ্জাবি গায়ক তালবিন্দরের সঙ্গে প্রেমে সিলমোহর দিশা পাটানির

ম্যাট লিপস্টিক পরলেই কি ঠোঁট ফাটছে? এই ৫ টি সহজ টোটকায় ঠোঁট থাকবে মাখনের মতো নরম

হরিয়ানার কনসার্টে চরম হয়রানির শিকার মৌনি, ‘বুড়ো’ দর্শকদের কীভাবে জব্দ করলেন?

নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে মমতা, মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ