এই মুহূর্তে




জল্পনায় সিলমোহর, নাইট রাইডার্সের হেড স্যরের দায়িত্বে অভিষেক নায়ার

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিল বেশকিছুদিন ধরেই। সেই জল্পনাতে পড়ল সিলমোহর। অভিষেক নায়ারকে নিয়োগ করা হল কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে। তিনি চন্দ্রকান্ত পণ্ডিতের স্থলাভিষিক্ত হলেন। চন্দ্রকান্ত পণ্ডিত ২০২৪ সালের চ্যাম্পিয়নশিপ জয়ীর বছর সহ তিনটি মৌসুম ধরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সাল থেকে KKR-এর সঙ্গে যুক্ত  অভিষেক নায়ার সহকারী কোচ, ব্যাটিং পরামর্শদাতার দায়িত্বও সামলেছেন।

চলতি বছরের শুরুতে নায়ারকে মহিলা প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্জের প্রধান কোচ হিসেবেও নিয়োগ করা হয়েছিল। বছরের শুরুতে চন্দ্রকান্ত পণ্ডিত এবং ফ্র্যাঞ্চাইজি আলাদা হয়ে যায়, যার ফলে কেকেআর নতুন  হেড কোচের সন্ধান শুরু করে। অভিষেক নায়ার এতদিন ব্যাকস্টেযে থাকলেও এবার প্রথমে থেকে দলকে নেতৃত্ব দেবেন। নায়ারের নিয়োগ নিয়ে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “অভিষেক ২০১৮ সাল থেকে নাইট রাইডার্স সেটআপের একটি গুরুত্বপূর্ণ অংশ, মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের খেলোয়াড়দের গঠন করেছেন। খেলা সম্পর্কে তার বোধগম্যতা এবং খেলোয়াড়দের সাথে তার সংযোগ আমাদের উন্নতির মূল চাবিকাঠি। আমরা তাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে এবং কেকেআরকে পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দিতে দেখে রোমাঞ্চিত।” গত মরশুমে IPL-এ কলকাতা নাইট রাইডার্স খুব ভালো খেলতে পারেনি। অষ্টম স্থানে থেকে পয়েন্ট তালিকা শেষ করেছিল। ব্যাটিং ব্যর্থতা নিয়ে হয়েছিল প্রবল চর্চা। এবার আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কামব্যাকের দায়িত্ব এখান গিয়ে পড়ল নায়ারের কাঁধে।

নায়ার (৪২) তার সমসাময়িক এবং প্রগতিশীল কোচিং পদ্ধতির জন্য খেলোয়াড়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তাঁর হাতেই তৈরি হয়েছেন রিঙ্কু সিং থেকে বরুণ চক্রবর্তী সহ অনেক তরুণ প্লেয়ার।  যারা জাতীয় দলে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।নায়ার আরও বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের  সঙ্গে একা একা কাজ করেছেন এবং উল্লেখযোগ্য ফলাফল পেয়েছেন। তার অধীনে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার এবং, বিশেষ করে রোহিত শর্মা।  

				
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ