এই মুহূর্তে




দিদিমার নামে মেয়ের নাম, জন্মদিনে কন্যাকে প্রকাশ্যে আনলেন কে এল রাহুল-আথিয়া

নিজস্ব প্রতিনিধি: সদ্য মা-বাবা হয়েছেন আথিয়া শেট্টি, ক্রিকেটার কে এল রাহুল। দাদু হয়েছেন সুনীল শেট্টি। শেট্টি পরিবারে এখন আনন্দের মুহূর্ত। ২০২৩ সালের জানুয়ারিতে সুনীল শেট্টির খান্ডালা ফার্ম হাউসে বিবাহ সেরেছিলেন রাহুল-আথিয়া। ক্রিকেটারের সঙ্গে দীর্ঘদিনের প্রেম সুনীল-কন্যার। বিয়ের পর অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি। যদিও বলিউডে খুব একটা সুনাম অর্জন করতে পারেননি আথিয়া শেট্টি। তবে খেলোয়াড় স্বামীর একাধিক ম্যাচের সাক্ষী হয়ে তাঁকে উৎসাহ দেন আথিয়া। গত ২৪ মার্চ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। বাবা-মা হওয়ার খবর অনেক আগেই জানিয়েছিলেন তাঁরা। কোনও গোপনীয়তা রাখেন নি। তবে মেয়ে হয়েছে, সেই কথা জানালেও মেয়ের ছবি বা নাম কিছুই জানান নি তাঁরা। অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান।

 

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@klrahul)

শুক্রবার মেয়ের প্রথম ঝলক সামনে আনলেন আথিয়া এবং রাহুল। সঙ্গে মেয়ের নামও ঘোষণা করলেন। দম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে লিখলেন, “আমাদের ছোট্ট মেয়ে, আমাদের সবকিছু। ইভারা- ঈশ্বরের উপহার”। ছবিতে রাহুলকে তাঁর মেয়েকে ধরে থাকতে দেখা গিয়েছে, আর অভিনেত্রীকে তাঁদের দুইজনের দিলে অম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। তবে আজ মেয়েকে সামনে আনার বিশেষ কারণও রয়েছে। ৩৩তম জন্মদিন উপলক্ষে মেয়েকে পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রাহুল। একটি পৃথক পোস্টে, আথিয়া তাঁর কন্যা ইভারার নামের অর্থও ব্যাখ্যা করেছেন। এই নামটি রাহুলের দিদার প্রতিও একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। ইভারা ভিপুলা। যার অর্থ ঈশ্বরের উপহার। ভিপুলা, তার মহান দিদা এবং রক্ষকের সম্মানে। নতুন বাবা-মা পোস্টটি শেয়ার করার সঙ্গেসঙ্গেই বন্ধুবান্ধব এবং ভক্তরা নবজাতকের উপর ভালবাসা বর্ষণ করেছেন। অনুষ্কা শর্মা, মালাইকা অরোরা, বাণী কাপুর-সহ একাধিক তারকারা তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

কর্মক্ষেত্রে, আথিয়া ২০১৫ সালে সুরজ পাঞ্চোলি অভিনীত ‘হিরো’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে, তিনি অনিল কাপুর, অর্জুন কাপুর, ইলিয়ানা ডি’ক্রুজ, আথিয়া শেঠি, নেহা শর্মা এবং রত্না পাঠক শাহের সঙ্গে মুবারকান ছবিতে অভিনয় করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মতিচুর চাকনাচুর’ ছবিতে, যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকীও ছিলেন। অন্যদিকে, রাহুল সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অংশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ