এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ITALIA COPA CUP-জুভেন্টাসের বিরুদ্ধে লাল কার্ড লুকাকু সহ দুইজনের

নিজস্ব সংবাদদাতা :  মঙ্গলবার তুরিনে পরস্পরের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও ইন্টার মিলান। ম্যাচের ফল ১-১। ৮৩ মিনিটে কুয়াদ্রাদোর গোল করে এগিয়ে দেন জুভেন্টাসকে। অবশ্য তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। এরপরই পেনাল্টি থেকে ইন্টার মিলানকে গোল করে সমতায় ফেরান বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। এত অবধি সব ঠিকই ছিল। তারপরই এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলেন দুই দলের খেলোয়াড়রা। এবং তার জেরেই লাল কার্ড দেখলেন তিন জন।

ঘটনার সূত্রপাত হয় যখন ইন্টার মিলানের হয়ে পেনাল্টিতে গোল করে লুকাকু স্টেডিয়ামের দিকে সেলিব্রেশন করেন মুখ বন্ধের ইঙ্গিত দিয়ে। ইন্টার মিলানদের সমর্থকদের দিকেই তাঁর এহেন সেলিব্রেশন ছিল বলে মত মিলান সমর্থকদের। কিন্তু কেন বেলজিয়াম স্ট্রাইকারের এইরকম সেলিব্রেশন। সংবাদ সংস্থা সূত্রে খবর, মাঠে নামার আগে নাকি ইন্টার মিলানের সমর্থকরা গ্যালারি থেকে লুকাকুর উদ্দেশে বর্ণবৈষ্যমবাদী কটূক্তি করেন, যা মন থেকে মেনে নিতে পারেননি এই কৃষ্ণাঙ্গ ফুটবলারটি। তাই গোল করে তিনি এমন ভঙ্গিতে সেলিব্রেশন করতে থাকেন।

আরও জানতে পড়ুন:  সুধাশরন-এর প্রশংসায় হার্দিকhttps://www.eimuhurte.com/sports/hardik-hope-sudhasharon/

লুকাকুর এই আচরণ অপছন্দ হয় রেফারির। তিনি ভাবলেন লুকাকুর এই ধরণের সেলিব্রেশন আসলে ইন্টার সমর্থকদের প্রতি অসভ্য আচরণ করা। তাই তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড (তারপর লাল কার্ড) দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। তবে এই ঘটনা এখানেই থেমে থাকেনি।

লুকাকুকে লাল কার্ড দেখানোর পর পরই ইন্টার মিলানের গোলরক্ষক হান্দোনোভিচ ও জুভেন্টাসের উইঙ্গার কুয়াদ্রাদোর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। তার ফলেই রেফারি দুইজনকেই লাল কার্ড দেখাতে বাধ্য হন। এই ঘটনার পরই ভিডিও রিল্পেতে দেখা যায়, কুয়াদ্রাদোই প্রথম মুখে ঘুষি মারেন হান্দোনোভিচের। জঘন্যতম এই ঘটনার জন্য হয়তো কুয়াদ্রাদোকে কড়া শাস্তিও পেতে হতে পারে।

লুকাকুর লাল কার্ড দেখা প্রসঙ্গে ইন্টার মিলানের কোচ বলেন, লুকাকুর এই সেলিব্রেশন ধরনকে ভুল বুঝে ওঁকে লাল কার্ড দেখানো হয়েছে। আমার দলের খেলোয়াড়ারা এই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে। আমি ওঁদের খেলায় খুশি।

অবশ্য মাঠের ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি জুভেন্টাস কোচ। তিনি বলেন, আমি গোটা ঘটনার সময় মাঠে ছিলাম না। যেহেতু গোটা ঘটনাটা ম্যাচ শেষ হওয়ার পর হয়েছে তাই আমি রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে এসেছিলাম।

ইতালিয়া কাপের দুই দলের খেলাকে ঘিরে এই ঘটনা সামনে আসতেই সমালোচনায় মুখর হয়েছেন অনেক ফুটবলপ্রেমীই। তাঁদের মতে, ফুটবল মাঠে বর্ণবৈষম্যের স্বীকারের ঘটনা নতুন কিছু নয়। তবে কেন বার বার এই ধরণের ঘটনা ঘটবে। অবিলম্বে ফিফার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। না হলে তা কোনওদিন বন্ধ হবে না।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হায়দরাবাদকে গুঁড়িয়ে জয়ী চেন্নাই সুপার কিংস

হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা চেন্নাইয়ের

ঘরের মাঠে ফের হার গুজরাতের, ৯ উইকেটে জিতল বেঙ্গালুরু

বেঙ্গালুরুকে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা গুজরাতের

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ পাকিস্তান দলের দায়িত্বে

হায়দরাবাদকে হারিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর