এই মুহূর্তে




কানপুর টেস্টের প্রথম দিনেই সাকিবের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য




নিজস্ব প্রতিনিধি, কানপুর: ইচ্ছে ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর ইচ্ছে ছিল সাকিব আল হাসানের। ঘরের মাঠে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবারই (২৬ সেপ্টেম্বর) সাকিবের অনুরোধ প্রত্যাখান করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুখ আমেদ। স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, সাকিবকে গ্রেফতার না হওয়ার এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি না হওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। আর তাতেই সাকিবের বর্ণিল ক্রিকেট কেরিয়ারের কোথায় সমাপ্তি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

তবে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুর টেস্টে খেলতে নামার আগেই সেই ধোঁয়াশা অনেকটা কাটিয়ে দিয়েছে সাকিবের ফেসবুক পোস্ট। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নিজের দুটি ছবির নিচে টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর পরিসংখ্যানও তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আর ওই ফেসবুক পোস্টের পরে সাকিবের সতীর্থ থেকে শুরু করে বিসিবি’র কর্তারা একশো শতাংশ নিশ্চিত, কানপুরের মাটিতেই বাংলাদেশের জার্সি গায়ে শেষবারের মতো খেলছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যদিও এ বিষয়ে মুখ খোলেননি সাকিব।

বাইশ গজ দাপিয়ে বেড়ানোর পাশাপাশি গত জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতিতেও পা রেখেছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগের হয়ে মাগুরা থেকে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। যদিও গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন শেখ হাসিনা। আর বঙ্গবন্ধুর কন্যার ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গেই সাকিবের জীবনে নেমে আসে দুর্দিন। ঢাকার আদাবর থানায় তাঁর নামে দায়ের হয় খুনের মামলা। গ্রেফতারের ভয়ে গত ৫ অগস্টের পরে আর বাংলাদেশে পা রাখেননি সাকিব। গতকাল বৃহস্পতিবার কানপুরে আচমকাই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামেই জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সাকিব বলেছিলেন, ‘আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছাপ্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক দশক বাদে বিশ্বকাপে জিতল বাংলাদেশের মেয়েরা

মহিলা টি-টোয়েন্টিতে ব্যবহার হবে AI, ঘোষণা ICC-র

ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব পেতে পারেন ব্রুজোঁ! বাড়ছে জল্পনা

২০ কোটি তছরুপের অভিযোগে আজহারউদ্দিনকে সমন পাঠালো ইডি

জন্মদিনেই নিষিদ্ধ শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা

জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ট্রফি এনে দিলেন মেসি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর