এই মুহূর্তে




শুক্রে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার লাল-হলুদের কোচের

নিজস্ব প্রতিনিধি: মাথায় স্বস্তির নিয়েই সুপারকাপের ডার্বিতে খেলতে নামবে ইস্টবেঙ্গল। গত ডার্বিতে মোহনবাগানের কাছে হেরে গেলেও গোল পার্থক্যে অনেকটা এগিয়ে ইস্টবেঙ্গল। তাও এবার ডার্বিতে বেশ চাপ থাকবে লাল হলুদ দলের। এমনিতেই আইএফএ শিল্ডের ট্রফি হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। অতএব আগামী ডার্বি বদলা নেওয়ার ম্যাচই হবে ইস্টবেঙ্গলের, তা বলাই বাহুল্য! তাই ড্রেসিংরুমে সর্বদা ডার্বি জয়ের আলোচনাই হচ্ছে ইস্টবেঙ্গলের। গত তিনবছরে ইস্টবেঙ্গলের বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন সল ক্রেস্পো। তাঁর সঙ্গে সই করা প্লেয়াররা দল ছাড়লেও তিনি রয়ে গিয়েছেন। তাই বরবারের মতো আগামী ডার্বি নিয়েও তিনি আত্মবিশ্বাসী। তাঁর কথায়, ‘আমরা প্রস্তুত। মোহনবাগান সুপার জায়ান্ট সেরা ম্যাচ খেলছে এখন। তবুও আমরা তৈরি। ড্র করলেই সেমি ফাইনালে পৌঁছব জানি। কিন্তু সে ভাবনা নিয়ে মাঠে নামছি না। জয় পাবই।’

গত ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষমেষ ড্র হয়েছে। ম্যাচে এগিয়ে থেকেও শেষমেষ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। এরপরেই ইস্টবেঙ্গলের রক্ষণ ও অস্কারের পরিকল্পনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যদিও সেই ভুল শুধরে ফেলেছিল ইস্টবেঙ্গল। চেন্নাইয়িন এফসিকে ২-০ তে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু দলজর খেলার ধরনে খুশি নন কোচ অস্কার ব্রুজো। তাই মোহনবাগান বিরুদ্ধে নামার আগে শেষ দু’দিন ধরে লাগাতার প্র্যাকটিস চলছে। ভুল ত্রুটি ঝালিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ড্র করে নয়, ম্যাচ জেতার লক্ষ্যেই এগোচ্ছে দলটি। এদিকে ইস্টবেঙ্গল কোচের পদে বসার পর থেকে এখনও পর্যন্ত ট্রফি জেতেনি ইস্টবেঙ্গল। ডুরান্ড এবং IFA শিল্ডে ট্রফি হাতছাড়া হয়েছে দলটির। সেই দূরত্ব মুছে এখন সুপার কাপকে পাখির চোখ করেছেন অস্কার। ডার্বির আগেই দল নিয়ে আত্মবিশ্বাসী অস্কার ব্রুজো জানিয়েছেন, ‘সামনে মোহনবাগান সুপার জায়ান্ট। যারা দেশের অন্যতম সেরা দল। গত একবছরে আমরা দুই দলের ব্যবধান কমাচ্ছি। ইস্টবেঙ্গল অনুশীলন চালাচ্ছে। দলের মধ্যে বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি সেটপিসে জোর দিচ্ছি। তবে পরপর ম্যাচ থাকার কারণে সমস্যা হচ্ছে।’

এদিকে ইস্টবেঙ্গলে এখন ছয় বিদেশি খেলোয়াড় রয়েছে। তাই রক্ষণ সামলে দ্রুত পাসিং ফুটবলে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার ছক কষছে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টের দুই উইং ভাঙার পরিকল্পনা তাঁর। কোচের কথায়, ‘এই বছর দলে ভারসাম্য বেশি। আমরা রক্ষণাত্মক ফুটবল খেলব না। তাই ভারসাম্যের ফুটবল খেলার চেষ্টা করব। গতবছর আমরা পিছিয়েছিলাম। এই বছর সেটা নেই। মোহনবাগানের গুনগত মান খুব ভালো। মোহনবাগান সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। শুরুতে গোল খেতে চাইবে না। দ্বিতীয়ার্ধে একটা কিছু ছোট্ট বদল বদলে দেবে। তাই প্রতিপক্ষকে রুখতে আমাদের মধ্যে বোঝাপড়া রাখতে হবে। ৭০-৯০ মিনিটে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নজির গড়লেন ডাউম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ