এই মুহূর্তে




গুজরাতের কাছে হারের পরে বড় সড় শাস্তির মুখে হার্দিক পাণ্ড্য

courtesy google

নিজস্ব প্রতিনিধি: শুভমন গিলের গুজরাত টাইটান্সের কাছে হারের ক্ষতে প্রলেপ পড়ার আগেই বড়সড় শাস্তির মুখে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে হার্দিকের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। চলতি আইপিএলে গুজরাতের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। 

একদিকে দলের হার নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে হার্দিক। তার উপর ফের স্লো ওভার রেটের শাস্তি ভুগতে হচ্ছে হার্দিককে। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে হার্দিকের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এই আইপিএল মরসুমে গুজরাটের এটি প্রথম স্লো ওভার রেটের জরিমানা। আইপিএলের আচরণবিধির ২.২ ধারার অধীনে ন্যূনতম ওভার রেট অপরাধ লঙ্ঘন করেছে মুম্বই।

গত মরসুমে মুম্বই তিন ম্যাচে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন হার্দিক। সেই তিনি স্লো ওভার রেটের নির্বাসন কাটিয়ে ফিরেও শান্তি পেলেন না। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য কোনও দলের অধিনায়কের সর্বোচ্চ শাস্তি হতে পারে বড় অঙ্কের জরিমানা। এ ছাড়াও স্লো ওভার রেটের জন্য ফিল্ডিং রেস্ট্রিকশন হতে পারে। আগে এই নিয়ম ভঙ্গ করলে নির্বাসিত হতে হত। তবে এখন আর অধিনায়ককে নির্বাসিত হতে হবে না।

উল্লেখ্য,আইপিএলের এবারের মরশুমে টানা দুই ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজয়ের পর শনিবার গুজরাট টাইটান্সের কাছে হেরেছেন রোহিত শর্মারা।টানা দুই হারের পর ব্যাটারদের ব্যর্থতার কথাই জানিয়েছিলেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সবে দুটো ম্যাচ হয়েছে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি সেটা দ্রুত করে দেখাতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা।’ গুজরাটের বিপক্ষে হারের কারণ হিসেবে তিনি বলেন, ‘ফিল্ডিং করার সময়ও আমরা পেশাদারিত্ব দেখাতে পারিনি। অতিরিক্ত ২০-২৫ রান দিতে হয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নজির গড়লেন ডাউম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ