এই মুহূর্তে




জেমাইমার চওড়া ব্যাটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে বিশ্বকাপের ফাইনালে ভারত

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো অসাধ্য সাধন করল ভারত। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে একেবারে দুরমুশ করে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেন হরমন প্রীতেরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নবি মুম্বইয়ের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রায় ৩৩৮ রান করেছিল অস্ট্রেলিয়া। সুতরাং হরমনপ্রীতদের ৩৩৯ রান টার্গেট দিয়েছিলেন অস্ট্রেলিয়া। সেইমতো মাঠে দাপট দেখালেন জেমাই মা, হরমন প্রীতরা। ১২৭ রান করেন জেমাইমা এবং হরমনপ্রীতের ৮৯ রানে ভর করে ফাইনালে উঠল ভারত। একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তাড়া করে জয় হল। আগামী রবিবার (২ নভেম্বর) ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এবারে একদিনের বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই এগিয়ে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি অজিদের। ষষ্ঠ ওভারেই ক্রান্তি গৌড়ের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক (৫)। ২৫ রানে প্রথম ধাক্কা খেয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ফিবি লিচফিল্ড ও এলিস পেরি। দুজনেই বড় শট মেরে ভারতীয় বোলারদের মনোবল ভাঙার চেষ্টা করেন। তাতে সফলও হন। দ্রুত রান তুলতে থাকেন। মাত্র ৪৫ বলে অর্ধশতরান করেন লিচফিল্ড। ১৫ ওভারে ১০০ পার করে যায় অস্ট্রেলিয়া। অর্ধশতরান করার পরে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন লিচফিল্ড। ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে ১৭টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৭ বলেই নিজের তৃতীয় শতরান পূর্ণ করেন। শতরানের পরেই ক্যাচ তুলেছিলেন লিচফিল্ড। কিন্তু তা তালুবন্দি করতে পারেননি রিচা ঘোষ। শেষ পর্যন্ত ৯৩ বলে ১১৯ রান করে আউট হন লিচফিল্ড। তাঁকে সাজঘরের পথ দেখান আমনজ্যোৎ কৌর। দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের পার্টনারশিপ খানিকটা শক্ত ভিতের উপরে অস্ট্রেলিয়াকে দাঁড় করায়।

লিচফিল্ড আউট হওয়ার পরে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পেরি। ৬৬ বলে নিজের অর্ধশতরান পুরণ করেন। ৩২তম ওভারে ২০০ রান পার করে যায় অস্ট্রেলিয়া। শ্রী চরণীর বলে ২৪ রান করে আউট হন বেথ মুনি। নিজের পরের ওভারে  অ্যানাবেল সাদারল্যান্ডকে (৩) ফেরান শ্রী চরণী। দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা গুটিয়ে যায় অজিরা। ৭৭ রান করে রাধা যাদবের বলে বোল্ড হন পেরি। দলকে সামনের দিকে টেনে নেওয়ার দায়িত্ব বর্তেছিল অ্যাশলি গার্ডনার ও তাহিলা ম্যাকগ্রার উপরে। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হন ম্যাকগ্রা (১২)। গার্ডনার অবশ্য নিজের কর্তব্যে অবিচল ছিলেন। ৪১ বলে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন গার্ডনার (৬৩)। শেষ ওভারে বল করতে এসে আগুন ঝরান দীপ্তি শর্মা। দ্বিতীয় বলে ফেরান আলানা কিংকে (৪)। পরের বলে সোফি মলিনিউকে (০)। পঞ্চম বলে রান আউট হন কিম গ্রা (১৬)। পুরো ৫০ ওভার খেলতে পারল না অস্ট্রেলিয়া। এক বল বাকি থাকতে অল আউট হয়ে গেল।

জয়ের জন্য ৩৩৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। তবে বেশি আগ্রাসী হতে গিয়ে দ্বিতীয় ওভারে কিম গার্থের  বলে ফিরে যান শেফালি (১০)। ১৭ রানে প্রথম উইকেট হারিয়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। এর পর মন্ধানা ও জেমাইমা রডরিগজ দলকে সামনের দিকে টেনে নিয়ে যান। কিম গার্থের বলে আউট হন মন্ধানা। যদিও এক প্রস্থ নাটক ঘটে যায়। প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত বদলান আম্পায়ার। ২৪ রান করে আউট হন ভারতের সহ অধিনায়ক। ওই ধাক্কা সামাল দেন জেমাইমা ও অধিনায়ক হরমনপ্রীত। ১৭ ওভারে ১০০-র গণ্ডি পেরিয়ে যায় ভারত। চার মেরে নিজের অর্ধশতরান পূরণ করেন জেমাইমা। মাত্র ৫৭ বলেই একদিনের ম্যাচে নবম অর্ধশতরান করার গৌরব অর্জন করেন। অধিনায়ক হরমনপ্রীত ছিলেন খানিকটা রক্ষণাত্মক। তিনি ৬৫ বলে ছয়টি চারের সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছন। দুই ব্যাটারের সৌজন্যে ৩১.২ ওভারেই ২০০ রানের গণ্ডি ছাড়িয়ে যায় ভারত। ৮২ রানের মাথায় জেমাইমার সহজ ক্যাচ ফস্কালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। অর্ধশতরান হওয়ার পরে হাত খুলে মারতে থাকেন হরমনপ্রীত। শেষ পর্যন্ত সাদারল্যান্ডের বলে বড় শট মারতে গিয়ে ৮৯ রানের মাথায় আউট হয়ে যান তিনি। ভেঙে যায় ১৬৭ রানের পার্টনারশিপ। হরমনপ্রীত আউট হওয়ার পর জেমাইমার সঙ্গে জুটি বাঁধেন দীপ্তি। তবে একটা সময় জেমাইমা বড় শট খেলতে পারছিলেন না। সেই সময় দীপ্তি দায়িত্ব দেন। কিন্তু ২৪ রানের মাথায় তিনিও আউট হয়ে যান। ছ’নম্বরে নেমে বাংলার রিচা ঘোষও প্রথম বল থেকেই বড় বড় শট মারতে শুরু করেন। দু’টি চার ও দু’টি ছক্কা মারেন তিনি। কিন্তু দ্রুত শেষ করতে গিয়ে ১৬ বলে ২৬ রান করে তিনিও আউট হয়ে যান। তত ক্ষণে অবশ্য ভারত জয় নিশ্চিত। মাঝে জেমাইমার দু’টি সহজ ক্যাচ মিস করে ভারতের কন্যারা বুঝিয়ে দিচ্ছিলেন যে, দিনটা আজ অস্ট্রেলিয়ার নয়। অবশেষে ১.৩ ওভারে ব্যাট করতে নেমে ৫০ ওভার সম্পন্ন করে মাঠ ছাড়েন জেমাইমা। সুতরাং এবার ওয়ানডে বিশ্বকাপে ভারতের জয়ের সম্ভাবনা ১০০ শতাংশ। প্রসঙ্গত, ২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে শেষ বার হেরেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকে আর এক দিনের বিশ্বকাপে হারেনি তারা। আট বছর পর সেই ভারতের কাছেই হারতে হল অস্ট্রেলিয়াকে। শেষমেষ হিলিদের জয়রথ থামালেন জেমাই মারা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নজির গড়লেন ডাউম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ