এই মুহূর্তে




ফিরছেন বুমরাহ, অর্শদীপ না হর্ষিত, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম একাদশে জায়গা হবে কার?

নিজস্ব প্রতিনিধি:  ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সূর্যকুমার যাদবের ভারত। এই ম্যাচেও ভারত তাদের দুর্দান্ত ফরম্যাট বজায় রাখার লক্ষ্যে কাজ করেছে। ভারত একটিও খেলা না হেরে ২০২৫ সালের এশিয়া কাপের শিরোপা জিতেছে এবং ভারতীয় খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় একই রকম সাফল্য অর্জনে আত্মবিশ্বাসী। এই টিমে কি পরিবর্তন আনবেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার। সেই ইঙ্গিতই দিলেন সূর্য।

ভারতের তারকা বোলার বুমরাহ এক দিনের সিরিজে ছিলেন না। তবে বুমরাহ টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন। তাঁর ফেরারর পরেই দলে অর্শদীপ সিংহ ও হর্ষিত রানার দলে থাকা নিয়ে শুরু হয়েছে চর্চা। ভারত এশিয়া কাপে দুবাইয়ে তিন স্পিনারকে দিয়েই খেলিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষেও কি সেটাই দেখা যাবে এই নিয়েই চলছে চর্চা। জেনে নিন কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ।

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ 

১) অভিষেক শর্মা— দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার। ৩০০-র উপর রান করেছেন এশিয়া কাপে । ফাইনাল ছাড়া প্রতি ম্যাচে একার হাতে জিতিয়েছেন দলকে।  অস্ট্রেলিয়ায় এই প্রথম খেলবেন তিনি।

২) শুভমন গিল—  বর্তমানে গিল তিন ফরম্যাটে ভারতের নির্ভরযোগ্য ব্যাটার। অস্ট্রেলিয়াতেও এশিয়া কাপের মতো  অভিষেকের সঙ্গে ওপেনার হিসেবে থাকবেন শুভমন।

৩) তিলক বর্মা— একাই ফাইনালে এশিয়া কাপের ভারতকে জিতিয়েছেন। পাকিস্তানকে হারিয়ে পেয়েছেন সেরার মুকুট।  সেই তিলকও  অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম খেলতে নামবেন।

৪) সূর্যকুমার যাদব— তিনি দলের অধিনায়ক। তবে তাঁর খেলার গতি কিছুটা কমেছে।  গত সাত ম্যাচে মাত্র ৭২ রান করেছেন। তাঁর রান তোলা এই খেলায় জরুরি।

৫) সঞ্জু স্যামসন— ঋষভ পন্থের অবর্তমানে  টি-টোয়েন্টিতে   ভারতের এক নম্বর উইকেটরক্ষক তিনি। তবে শুভমন ওপেন  করার কারণে প্রথম অর্ডারে তিনি জায়গা হারিয়েছেন।

৬) শিবম দুবে—  ভাল খেলেছেন এশিয়া কাপে । ব্যাটের পাশাপাশি বলও ভালো করেছেন। সেটাই  অস্ট্রেলিয়ায়  কাজে লাগতে পারে।  শিবমেরও এটাই  প্রথম অস্ট্রেলিয়া সফর।

৭) অক্ষর পটেল— সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রে ভারতের বিরাট  বড় ভরসা তিনি। কঠিন পরিস্থিতিতে  এবং  প্রয়োজনে ঝোড়ো ইনিংস খেলতে পারেন।  অক্ষর ভাল ফিল্ডারও।

৮) ওয়াশিংটন সুন্দর—  নীতীশ রেড্ডির তুলনায় ওয়াশিংটনের অস্ট্রেলিয়ায় খেলার সম্ভাবনা বেশি। দেখা যাবে কার উপর ভরসা করেন কোচ গম্ভীর।

৯) হর্ষিত রানা— অর্শদীপ সিংহ ভারতের হয়ে টি-টোয়েন্টিতে  সবচেয়ে বেশি উইকেট নিলেও অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সম্ভাবনা বেশি হর্ষিতের । এক দিনের সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন তিনি।  সকলেই জানেন তিনি গম্ভীরের প্রিয়।  অর্শদীপের বদলে ভারতের প্রথম একাদশে হর্ষিতকে দেখা যেতে পারে ।

১০) জসপ্রীত বুমরাহ—  ফিরছেন ভারতের দাপুটে বলার বুমরাহ । তিনি  অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন।

১১) বরুণ চক্রবর্তী— ছোট ফরম্যাটে বরুণ গম্ভীরের আরও এক পছন্দের বোলার । বরুণ অস্ট্রেলিয়ার উইকেটে বাড়তি বাউন্স পাবেন বলে মনে করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ