এই মুহূর্তে




রবিবার মহিলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, জেনে নিন কোথায়, কখন ফ্রিতে দেখবেন খেলা

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতের মেয়েরা। রবিবার ২ নভেম্বর নতুন মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ফাইনাল। ঘরের মাঠে ভারতীয় মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিততে পারবে কিনা তা নিয়েই চড়ছে উত্তেজনার পারদ। জেনে নিন কোথায়, কখন ফ্রিতে দেখবেন এই খেলা।

কারা কারা খেলবে?

রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট টীম।

কখন হবে টস?

রবিবার দুপুর ২.৩০ মিনিটে হবে টস। তার সঙ্গেই হবে প্রি-ম্যাচ শো।

কখন শুরু খেলা?

টস হওয়ার পর দুপুর ৩টে থেকে শুরু হবে খেলা। বিশেষজ্ঞরা বলছেন এই রবিবার জমজমাট হতে চলেছে।

লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখা যাবে Jio Hotstar অ্যাপে এবং ওয়েবসাটে। এছাড়া স্টারের সমস্ত চ্যানেলেই এই খেলা দেখা যাবে। স্টার স্পোর্টস চ্যানেলে বিভিন্ন ভাষায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা উপভোগ করতে পারবেন। খেলা বিনামূল্যে দেখতে পারবেন। খেলা দেখতে হলে SS Free Dish-এ DD Sports থাকা আবশ্যক। ম্যাচের লাইভ স্ট্রিমিং JioHotstar-এ দেখা যাবে।


৭ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে হারানো সহজ ছিল না। স্নায়ুচাপ সামলে ইতিহাস গড়েছে ভারতের নারীরা। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া তাদের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ট্রফির খরা কাটাতে চাইবে। ভারত এর আগে ২০০৫ এবং ২০১৭ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু দুবারই হতাশ হয়েছিল। এদিকে, দক্ষিণ আফ্রিকা, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। তারাও প্রথম প্রচেষ্টায় ট্রফি ঘরে নিয়ে যাওয়া চেষ্টা করবে। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি।

দেখে নিন দুই দলের স্কোয়াড

টিম ইন্ডিয়া: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমিমা রড্রিগস, রিচা ঘোষ, রেণুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, রাধা যাদব, আমানজোত কৌর, অরুন্ধতী রেড্ডি, উমা শফা ছেত্রী,

দক্ষিণ আফ্রিকা : লরা ওলভার্ড (অধিনায়ক), আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, মারিজান ক্যাপ, তাজমিন ব্রিটস, সিনালো জাফতা, ননকুলুলেকো ম্লাবা, অ্যানেরি ডারকসেন, অ্যানেকে বোশ, মাসাবাটা ক্লাস, সুনে লুউস, শান মে, তুউখুম, সেবোন কারসেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ