এই মুহূর্তে




মাঠে নামছেন যশপ্রীত বুমরাহ? নতুন ভিডিও ঘিরে আশায় মুম্বইয়ের ভক্তরা

ইন্দ্রজিৎ রায়: বিশ্বের সেরা পেসারদের তালিকায় শীর্ষে থাকা যশপ্রীত বুমরাহ দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে সিডনি-তে চোট পাওয়ার পর থেকে তিনি আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে পারেননি। এমনকি Champions Trophy 2025-তেও তিনি অংশ নিতে পারেননি। এমনকি এখনও পর্যন্ত IPL 2025-এ মুম্বই  ইন্ডিয়ান্সের (MI) হয়ে খেলতে দেখা যায়নি।

তবে সম্প্রতি এক ভিডিও সামনে এসেছে, যেখানে বুমরাহ-কে NCA (National Cricket Academy)-তে নিজের ছন্দে বোলিং করতে দেখা গিয়েছে। এতে ভক্তদের আশা বেড়েছে যে, তিনি হয়তো শিগগিরই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামবেন।

ফিটনেসে ফিরলেন বুমরাহ? আশাবাদী MI সমর্থকরা

সম্প্রতি মুম্বইয়ের (MI) প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছিলেন, বুমরাহ-এর ব্যাপারে এখনও NCA-র চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। তবে নতুন এই ভিডিওতে দেখা গিয়েছে, তিনি স্বাভাবিক রান-আপে দৌড়ে এসে বল করছেন এবং কোনও রকম অস্বস্তি ছাড়াই আগের মতো গতিতেই ডেলিভারি করছেন।

যদি বুমরাহ NCA থেকে ছাড়পত্র পেয়ে MI দলে যোগ দেন, তাহলে এটি পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য বিশাল স্বস্তির খবর হবে। কারণ, MI তাদের IPL 2025 যাত্রা শুরু করেছে টানা দুই ম্যাচ হেরে। দলের বোলিং আক্রমণে বুমরাহ যোগ দিলে তা আরও শক্তিশালী হবে। আর অধিনায়ক হার্দিক পাণ্ড্যর জন্য বোলিং লাইনআপ সামলাতে অনেক সাহায্য করবে।

কবে ফিরতে পারেন বুমরাহ?

মুম্বই ইন্ডিয়ান্স-এর পরবর্তী ম্যাচে ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে। আর ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মুখোমুখি হবে।মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট চাইবে অন্তত LSG বা RCB ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যান বুমরাহ। তবে যদি সেটাও সম্ভব না হয়, তাহলে ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (DC)-এর বিপক্ষে ম্যাচ থেকে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ম্যাচটি রাজধানীতে হবে।

এখন দেখার বিষয়, NCA কবে বুমরাহ-কে ছাড়পত্র দেয় এবং তিনি IPL 2025-এ কবে ফিরতে পারেন। MI-এর সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আবার নীল জার্সিতে মাঠ কাঁপাবেন তাদের প্রিয় পেসার!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ