এই মুহূর্তে




মুম্বই ছেড়ে ভিন রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের




নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের একসময়ের উঠতি তারকা পৃথ্বী শ তাঁর ক্রিকেট ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ২৫ বছর বয়সী এই তরুণ ব্যাটার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) কাছে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) চেয়ে আবেদন করেছেন, যাতে তিনি অন্য কোনও রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন। এই সিদ্ধান্ত ক্রিকেট ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন ধরে খেলে আসছেন তিনি।

কেন এই সিদ্ধান্ত?

পৃথ্বী শ তাঁর আবেদনপত্রে জানিয়েছেন, তাঁর ক্রিকেট ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি নতুন সুযোগের সন্ধানে রয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার ক্রিকেটার হিসেবে বৃদ্ধি ও উন্নতির জন্য আমি অন্য রাজ্যের হয়ে খেলার একটি সম্ভাবনাময় সুযোগ পেয়েছি।” তিনি MCA-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, মুম্বই তাঁকে বহু বছর ধরে সমর্থন ও প্ল্যাটফর্ম দিয়েছে, কিন্তু এখন তিনি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

সূত্রের খবর, পৃথ্বী ইতিমধ্যেই দুই-তিনটি রাজ্যের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। তবে কোন রাজ্যে তিনি যোগ দেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। MCA জানিয়েছে, “পৃথ্বীর আবেদন আমরা পেয়েছি। এটি আমাদের শীর্ষ কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে এবং আজ সন্ধ্যার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

পৃথ্বীর ক্রিকেট যাত্রা

পৃথ্বী শ ২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় টেস্ট দলে অভিষেক করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর প্রথম টেস্ট ম্যাচেই শতরান করে তিনি সকলের নজর কাড়েন। তিনি ভারতের হয়ে ৫টি টেস্টে ৩৩৯ রান এবং ৬টি ওয়ানডে-তে ১৮৯ রান করেছেন। তবে, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তিনি রান করতে পারেননি।

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী। তাঁর প্রতিভার জন্য তাঁকে একসময় সচিন তেন্ডুলকরের সঙ্গেও তুলনা করা হয়েছিল। কিন্তু গত কয়েক বছরে ফিটনেস সমস্যা এবং শৃঙ্খলার অভাবের কারণে তাঁর ক্যারিয়ারে ধাক্কা লেগেছে। ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে মুম্বই তাঁকে ফিটনেসের কারণে দল থেকে বাদ দিয়েছিল। এছাড়া, আইপিএল ২০২৫-এর নিলামেও তিনি কোনো দলের কাছ থেকে ডাক পাননি।

সাম্প্রতিক পারফরম্যান্স

গত বছর পৃথ্বী মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে খেলেছিলেন, যেখানে মুম্বই চ্যাম্পিয়ন হয়। তবে, বিজয় হজারে ট্রফিতে তাঁকে দলে রাখা হয়নি। সম্প্রতি টি-টোয়েন্টি মুম্বই লিগে তিনি নর্থ মুম্বই প্যান্থার্সের হয়ে ৩৪ বলে ৭৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন, যা তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত দেয়।

এর আগে, তিনি ইংলিশ কাউন্টি দল নর্থাম্পটনশায়ারের হয়ে ওয়ানডে কাপে খেলেছিলেন, যেখানে তিনি পাঁচ ইনিংসে ৯৭, ৭২, ৯, ২৩ এবং ১৭ রান করেন।

পৃথ্বীর ক্যারিয়ারে বেশ কিছু বাধা এসেছে। ফিটনেস সমস্যা ছাড়াও, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাহীনতার অভিযোগ উঠেছে। শ্রেয়স আইয়ার গত বছর বলেছিলেন, “পৃথ্বীকে নিজের খেলা ঠিক করতে হবে। তাঁর প্রতিভা আছে, কিন্তু তাঁকে আরও কাজ করতে হবে।”

তবে, পৃথ্বীর প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি যদি ফিটনেস ও শৃঙ্খলার দিকে মনোযোগ দেন, তবে ভারতীয় দলে ফেরা তাঁর জন্য অসম্ভব নয়।

সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একজন ভক্ত লিখেছেন, “পৃথ্বী শ-র মতো প্রতিভা খুব কম দেখা যায়। তাঁকে নতুন করে শুরু করার সুযোগ দেওয়া উচিত।” আরেকজন মন্তব্য করেছেন, “মুম্বই ছাড়ার সিদ্ধান্ত কি সঠিক হবে? তাঁকে ফিটনেসের উপর কাজ করতে হবে।”

MCA-র শীর্ষ কাউন্সিলের সিদ্ধান্তের উপর এখন নির্ভর করছে পৃথ্বীর ভবিষ্যৎ। যদি তিনি NOC পান, তবে আগামী ঘরোয়া মরসুমে তাঁকে নতুন রাজ্যের জার্সিতে দেখা যেতে পারে। ক্রিকেটপ্রেমীদের আশা, এই তরুণ প্রতিভা তাঁর সম্ভাবনা পূরণ করে আবার জাতীয় দলে ফিরবেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ