29ºc, Haze
Monday, 23rd May, 2022 8:05 am
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত লাগোয়া শহর জয়গাঁ থানার ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর রতন কর (৫২)। বুধবার বেলা ১২ টা নাগাদ জয়গাঁ থানা থেকে বাইকে চেপে বেরিয়ে তাঁর হাসিমারার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের নাকা পয়েন্টে আসার কথা ছিল। কিন্তু তারপর থেকেই তাঁর আর কোনও হদিশ মিলছে না বলে দাবি পুলিশের। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জয়গাঁ থেকে ৬ কিলোমিটার দূরের দলসিংপাড়া পর্যন্ত শেষবার দেখা যায় তাঁকে।
ওই ফুটেজে দেখা গিয়েছে, জাতীয় সড়কে আপন খেয়ালে মোটরসাইকেল নিয়ে রতন বাবু হাসিমারার দিকে এগিয়ে চলেছেন। কিন্তু তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রতন করের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় ও শ্বশুর বাড়ি কোচবিহার শহরে।পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কেনও হদিশ মেলেনি। এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে জেলা পুলিশ মহলে ।নিখোঁজ ওই এএসআইয়ের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সমস্ত হাসপাতালেও খোঁজ করা হচ্ছে কোনওভাবে আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে কিনা।