-273ºc,
Friday, 9th June, 2023 2:28 am
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: আজ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর জন্মদিন। এ বছর তিনি ৬১ বছর বয়সে পা দিলেন। কিন্তু এই ৬১ বছরেও সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh) তরতাজা যুবক। আর আজকের এই শুভ দিনে জগদ্দল মেঘনা মোড় এলাকায় নিজের বাড়িতে তার শুভানুধ্যায়ীরা সকাল থেকেই তাকে শুভেচ্ছা জানাতে আসেন।
সকাল থেকে শুরু করে দিনভর সকলের কাছ থেকে পুষ্পস্তবক পাওয়া থেকে শুরু করে কেক কাটা কোন কিছুই বাকি ছিলো না তার। এই জন্মদিনে তার সবথেকে বড় পাওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) কাছ থেকে এসেছে শুভেচ্ছা পত্র। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে যথেষ্টই খুশি সাংসদ।
কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলের অভিভাবক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং কয়লা মাফিয়া রাজু ঝাঁ (Raju Jha)খুনের ঘটনায় মুখ খোলেন। শক্তিগড়ের যেভাবে শুট আউট করা হয়েছে রাজু ঝাঁকে সেই প্রসঙ্গে অর্জুন সিং বলেন রাজু খুব ভালো ছেলে ছিলেন। বর্তমানে সে হোটেল ব্যবসায় যুক্ত হয়েছিল। তার সাথে ভালো পরিচয় ছিল। অর্জুন সিং তাকে ছোট ভাইয়ের মতো ভালবাসত।