এই মুহূর্তে




বাগুইআটি উড়ালপুলে দুর্ঘটনার কবলে সেনার বাস, অল্পের জন্য রক্ষা

নিজস্ব প্রতিনিধি : বাগুইআটিতে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসটি। বাসে থাকা কারও তেমন আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। সকলেই সুরক্ষিত রয়েছেন বলে সূত্রের খবর। বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে রাস্তায় যানজট তৈরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

জানা গিয়েছে, শনিবার রঘনাথপুর থেকে কলকাতার দিকে আসছিল সেনার বাসটি। সেই সময় কলকাতামুখী বাগুইআটি  উড়ালপুলে (Baguiati flyover) ওঠার সময়ে আচমকাই হাইটবারে ধাক্কা মারে বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। হাইটবারে (hightbar) ধাক্কা মারার জেরে হাইটবারের একটি অংশ গিয়ে পড়ে একটি গাড়ির বনেটের ওপরে। যদিও ওই গাড়ির চালকের ক্ষতি হয়নি। অল্পের ওপরে রক্ষা পেয়েছেন তিনি। বাসটির মধ্যেও কয়েকজন ছিলেন। তাঁদের কারও কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

তবে এই ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন বাসটি রঘুনাথপুর থেকে আসছিল। বাগুইআটি উড়ালপুলে ওঠার সময় আচমকাই হাইটবারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে হাইটবারের একটি অংশ ভেঙে পড়ে। সেটি পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বনেটের ওপরে পড়ে। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা ও ট্রাফিক পুলিশ (Traffic Police)। পরে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত শুরু হয়েছে। সেনা বাসের চালকের সঙ্গেও কথা বলা হচ্ছে। কোনওভাবে চোখ লেগে এসেছিল নাকি যান্ত্রিক কোনও সমস্যার কারণে এটি ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ