এই মুহূর্তে




দিল্লি থেকে SIR ফর্ম ফিলাপ করতে আসা ৮ জনকে আটক করল বারাসত থানা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এস আই আর ফর্ম ফিলাপ করতে আসা সন্দেহভাজনদের আটক করল পুলিশ ।এস আই আর ফর্ম ফিলাপে দিতে হচ্ছে ওটিপি (OTP)নাম্বার । গলায় ঝোলানো আই কার্ড । হাতে ল্যাপটপ । ধোপদূরস্ত পোশাক । ইংরেজি, হিন্দি, বাংলা তিন রকম ভাষায় অনর্গল কথা বলছেন । তাদের দাবি দিল্লি থেকে এসেছেন SIR ফর্ম ফিলাপের জন্য । কিন্তু এস আই আর ফর্ম ফিলাপে কেন লাগবে ওটিপি ।

BLO কিংবা BLA এর দায়িত্ব SIR ফর্ম ফিলাপ করার কথা, তাহলে এরা কারা ? এলাকার মানুষের সন্দেহ হতেই বিপত্তি ঘটল । উত্তর ২৪ পরগনা জেলার বারাসত থানার কদম্বগাছি স্টেশনের টিকিট কাউন্টার হেমন্ত বসু নগর এলাকায় শনিবার সকালে একে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ব্যানার টাঙিয়ে চলছে SIR ফর্ম ফিলাপ । ফর্ম ফিলাপ করতে লাগছে মোবাইল নাম্বার । আর সেই মোবাইল নাম্বারে যাচ্ছে একটি ওটিপি । প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন SIR ফর্ম ফিলাপের জন্য । যারা ফর্ম ফিলাপ করাচ্ছেন তারা দিল্লি থেকে এসেছেন। লোকবন্ধু পার্টির সদস্য বলে দাবি করছেন ।

এলাকার মানুষই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় । দিল্লি থেকে এসেছেন “লোক বন্ধু পার্টির” সদস্য বলে দাবি করেন আটক আটজনের । বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে । তারা দিল্লির যে তথ্য দিয়েছে তা যাচাই করতে বারাসত থানার পুলিশ দিল্লী পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যবাসীদের সতর্ক করে দিয়ে বলেছেন সরকারি কাজে যুক্ত BLO এবং নির্বাচন কমিশনের কর্মী ছাড়া কাউকে কোনরকম তথ্য রাজ্যবাসী যেন শেয়ার না করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ