এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১৮ থেকে ২০ হাজার মার্জিনে ধূপগুড়িতে হারবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) ওপর নিদারুণ ক্ষুব্ধ সঙ্ঘ(RSS) নেতৃত্ব। কেননা তাঁদের সমীক্ষায়(Survey) ধরা পড়েছে ভয়াল চিত্র। দ্রুত বঙ্গজুড়ে জমি হারাচ্ছে পদ্ম শিবির। বাংলার মাটিরে দাঁড়িয়ে সভা করতে এসে শাহ মুখে যত বড়ই দাবি করে বলুন কেন, ২০২৪’র ভোটযুদ্ধে বিজেপি ৩৫টা আসন পাবে, বাস্তব চিত্র যে সম্পূর্ণ ভিন্ন সেটা মেনেই নিচ্ছেন সঙ্ঘের মাথারা। তাঁদের হিসাব বলছে খুব জোর বাংলা থেকে ৬টি আসন পেতে পারে বিজেপি ২৪’র যুদ্ধে। শুধু তাই নয়, আরও চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে সাম্প্রতিককালে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন(Dhupguri Assembly Bye Election) হতে চলেছে সেখানে বিজেপি নাকি ১৮ থেকে ২০ হাজার ভোটের ব্যবধানে হারবে। সঙ্ঘের নিজস্ব সমীক্ষায় নাকি এমনই তথ্য উঠে এসেছে বলে সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় আপত্তি নেই দীপার

২৪’র ভোটযুদ্ধের দিনক্ষণ ঘোষণা হতে আরও মাস ৭ বাকি। কিন্তু সেই যুদ্ধের প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে দেশের প্রায় সব বড় রাজনৈতিক দল। বাংলার বুকে সদ্য সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কোনও জেলা পরিষদ দখল করতে পারেনি। মাত্র ৬টি পঞ্চায়েত সমিতি এখনও পর্যন্ত তাঁদের দখলে গিয়েছে। এই ছবিটাই বলে দিচ্ছে বাংলায় দ্রুত জমি হারাচ্ছে বিজেপি। যদিও তা মানতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, ২৪’র ভোটে বাংলা থেকে বিজেপি নাকি ৩০’র বেশি আসন পাবে। আর পঞ্চায়েত ভোটে বিজেপির খারাপ ফলের জন্য দায়ী নাকি তৃণমূলী সন্ত্রাস। কিন্তু বঙ্গ বিজেপির এই দুই দাবি মানতে নারাজ দলেরই কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সঙ্ঘের মাথারা। আর সেই কারণেই বাংলায় বিজেপির প্রকৃত অবস্থান খুঁজে দেখতে সঙ্ঘের তরফেই একটি সমীক্ষা চালানো হয়। তাতেই ধরা পড়ে দলের বেহাল অবস্থা। পরিস্থিতি এতটাই খারাপ যে ধূপগুড়ির মতো একুশের ভোটে জেতা আসনে বিজেপি সামনের উপনির্বাচনে ১৮ থেকে ২০ হাজার ভোটের ব্যবধানে হারতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে।  

আরও পড়ুন কলকাতা হাইকোর্টে অভিষেক মামলার রায় ৫ সেপ্টেম্বর

সমীক্ষায় ধরা পড়েছে, ধূপগুড়িতে দলের কোন্দলের কারণে ঠিক করে প্রচারেই নামতে পারেনি বিজেপি। স্থানীয় নেতৃত্ব প্রার্থী নিয়েই সন্তুষ্ট নয়। তাঁদের দাবি, ‘বাংলার মাটিতে আমজনতার মধ্যে দেশপ্রেম জাগরিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, বিনয়-বাদল-দীনেশকে দেখে। জংলা পোশাক পরা মিলিটারিকে দেখে নয়। পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, রাজস্থানে শহীদ সেনার বিধবা স্ত্রী যে আবেগ তৈরি করে তা আমাদের এখানে করে না, এটা বাস্তব। ধূপগুড়িতে শহীদ সেনার প্রার্থী কলকাতায় দলের অফিসে বসে তাঁর প্রয়াত স্বামী কোথায় মারা গিয়েছিলেন তাও বলতে পারেননি। তারওপর সামনে এসেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে বা তৃণমূলের সভাতে নিয়মিত জেতেন। তিনি যদি উপনির্বাচনে জিতেও যান, তাঁর জোড়াফুলে পা বাড়াতে ৩ মাসের বেশি সময় লাগবে না। এঁকে নিয়ে মানুষের সামনে যাব কী করে? উনি তো কথাও বলছেন না।’

আরও পড়ুন ‘বাঙালিরা হিপোক্রিট’, ‘ভণ্ড ও কাঁকড়ার জাত’, বিবৃতি বিশ্বভারতীর ওয়েবসাইটে

একই সঙ্গে সামনে এসেছে সেখানকার বিজেপির নিজেদের কোন্দল। রাস্তায় ফেলে দলেরই প্রাক্তন জেলা সভাপতিকে লাথি, কিল, চড় মারা হয়েছে। দলেরই নেত্রী নির্দল প্রার্থী হয়ে ভোট ময়দানে নেমে পড়েছে। এসবই জনতার চোখে ধরা পড়েছে। পঞ্চায়েত ভোটের ফল বলে দিচ্ছে, উত্তরবঙ্গের আদিবাসী মানুষজন মুখ ফিরিয়েছেন বিজেপির দিক থেকে, কেবল আলিপুরদুয়ারের ভোট দেখলেই সেটা বোঝা যায়। সেখান থেকে তেমন কোনও রিগিং ইত্যাদির খবর তো আসেনি। কিন্তু দুটি পাতা একটি কুঁড়ির বাসিন্দারা, চা বাগানের আদিবাসীরা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে। সেই আলিপুরদুয়ার যেখানে একুশের ভোটে তৃণমূল(TMC) জেলার সব আসনেই হেরেছিল। অথচ পঞ্চায়েত নির্বাচনে সেই জেলারই ৬টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নিরঙ্কুশ জয়ের মুখ দেখেছে তৃণমূল। বিজেপি শুধু হেরেছে তাই নয়, কার্যত উবে গিয়েছে।

আরও পড়ুন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগপতি বানাতে তৈরি হবে ‘বিত্ত সখীদের দল’

সমীক্ষায় উঠে এসেছে, ২৪’র ভোটে বাংলার মাটিতে বিজেপির জয়ের আশা খুবই ক্ষীণ। যদি বাংলার সব আসনেই তৃণমূল জিতে যায় তাহলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। বিজেপি খুব জোর বাংলা থেকে ৬টি আসন পেতে পারে। সেই ৬টি আসন হল কেন্দ্রীয় প্রতিমন্তী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের আসন কোচবিহার, বাম শিবির ছেড়ে বিজেপির সাংসদ হওয়া খগেন মুর্মুর উত্তর মালদা, সাংসদ জগন্নাথ সরকারের রানাঘাট, মতুয়াদের ধর্মকেন্দ্র ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বড় ছেলে তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বনগাঁ, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর আসন পুরুলিয়া এবং কংগ্রেস ও তৃণমূল ঘুরে বিজেপিতে যাওয়া সাংসদ সৌমিত্র খাঁয়ের আসন বিষ্ণুপুর। তাও এই সব আসনে নাকি জয় আসবে খুবই কম ভোটের ব্যবধানে। সব থেকে বড় কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজ জেলা পূর্ব মেদিনীপুরে কোনও আসনেই জয়ের মুখ দেখবে না বিজেপি সেটাও এই সমীক্ষায় উঠে এসেছে। এমনকি দলকে হারের মুখ দেখতে হতে পারে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেদিনীপুর আসনেও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট মিটলেই বাংলায় ১৩৪টি সেতু নির্মাণের পরিকল্পনা রাজ্যের

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর