এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Agriculture Infrastructure Fund’র মাধ্যমে ৫০ হাজার কর্মসংস্থান নিশ্চিত করেছে মমতার সরকার

নিজস্ব প্রতিনিধি: মাত্র একবছর আগেই কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নাম দেওয়া হয়েছে কৃষি পরিকাঠামো তহবিল বা Agriculture Infrastructure Fund। আর এই একবছরেই এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান(Job Creation) নিশ্চিত করল মমতার সরকার। প্রকল্পটির মাধ্যমে বিনিয়োগকারীদের সহজ শর্তে ঋণ পেতে সহযোগিতা করেছে রাজ্য সরকার। ফলে, গত একবছরে কৃষি পরিবারের বহু যুবক-যুবতীও কাজ করতে এগিয়ে এসেছেন। সব মিলিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রাজ্যের তথ্য অনুযায়ী, মোট ১৩২৫ কোটি টাকা বিনিয়োগ নিশ্চিত হয়েছে রাজ্যে। এই প্রকল্পের মাধ্যমে হিমঘর, তেলকল, গুদামঘরের মতো কৃষি পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। 

আরও পড়ুন সমলিঙ্গের বিবাহে তীব্র আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে নয়া হলফনামা কেন্দ্রের

সম্প্রতি এক হাজারতম উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তিনি হলেন আলিপুরদুয়ারের পূর্ব সিমলাবারি গ্রামের বাসিন্দা হেমন্ত বর্মন। তিনি চাল ও তেলকল গড়ে তুলতে ৩৮ লক্ষ ৭০ হাজার টাকার ঋণ পেয়েছেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আরও ৪২৬টি আবেদন অনুমোদন পাবে। ফলে, আরও ২০০ কোটি টাকা এই খাতে বিনিয়োগ হবে রাজ্যে। এই বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘২০১১ সাল থেকে এই খাতে অনেক কাজ করা হয়েছে। অনেক দেরিতে এই কাজ শুরু হলেও আমরা অনেক রাজ্যের থেকে এগিয়ে রয়েছি। জেলা প্রশাসনগুলিকে বলা হয়েছে, কৃষি পরিকাঠামো ও কৃষিভিত্তিক শিল্পের ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করতে স্থানীয় বিনিয়োগকারীদের কাছে সরকারি উৎসাহ দান প্রকল্পগুলির কথা তুলে ধরতে হবে। ইতিমধ্যেই ১০০০ কৃষিভিত্তিক প্রকল্পে ১৩২৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে ৮৮১টি প্রকল্প ব্যাঙ্কের ঋণ পেয়ে গিয়েছে।’

আরও পড়ুন DA আন্দোলন হাইজ্যাক করেছে গেরুয়া ব্রিগেড, ক্ষুব্ধ আন্দোলনকারীরা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বুকে ভারী শিল্পে বিনিয়োগের অপেক্ষায় না-থেকে কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ আনতে সরকার-ঘোষিত প্রকল্পগুলি কার্যকর করতে জেলা প্রশাসনকে বিশেষ ভাবে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের আধিকারিকদের দাবি, রাজের শিল্প পরিকাঠামোয় বিনিয়োগ হচ্ছে ঠিকই কিন্তু আশানুরূপ বিনিয়োগ আসেনি। সব ক্ষেত্রেই জমি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তুলনায় কৃষি পরিকাঠামো ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের পরিমাণ বেশি না-হলেও সেখানে অনেক কর্মসংস্থানের সুযোগ ক্রমশ বাড়ছে। কৃষি পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ওপর ৩% ভর্তুকি দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে। এছাড়াও বিনিয়োগকারীদের ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সমস্যা যাতে না-হয়, তার জন্য রাজ্য সরকারের Credit Guarantee Fund Trust জামিনদারের ভূমিকা পালন করছে। এছাড়াও কৃষি বিপণন ও Mission for Integrated Development of Horticulture স্কিমের সুবিধা বিনিয়োগকারীদের পাইয়ে দিতে চায় রাজ্য। এর জন্য জেলা স্তরে এই ধরনের প্রকল্পের আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক ভাবে নজরদারির খামতি কোথায় রয়েছে, তা চিহ্নিত করে সমাধানসূত্র নির্ণয় করে দিতে বলে দেওয়া হয়েছে। রাজ্যে ধান, ভুট্টার পাশাপাশি ডাল থেকে তৈলবীজ উৎপাদন বাড়ছে। ফলে রাজ্যে নতুন করে অয়েল মিল, ডাল মিল তৈরির পাশাপাশি ছাতু, বেসন উৎপাদনে পেষাই কল তৈরিতে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। এক্ষেত্রে বিনিয়োগকারীরা মূলত স্থানীয় ব্যবসায়ীরাই।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর