এই মুহূর্তে




শওকত মোল্লার সম্পত্তি মামলা খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: বড় স্বস্তি তৃণমূল বিধায়ক(TMC MLA) শওকত মোল্লার(Sowkat Molla)। কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) তাঁর সম্পত্তি নিয়ে দায়ের হওয়া একটি মামলা এদিন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী পৃথবিজয় দাস। মামলাটি জনস্বার্থ হিসাবে দায়ের করা হয়েছিল। মামলায় দাবি করা হয়, বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি। কোথা থেকে তিনি এত টাকা পেলেন সেটা জানার জন্যই এই মামলা দায়ের করা হয়। একই সঙ্গে সেই অনুসন্ধানের জন্য ED, CBI, Income Tax Department-কে দায়িত্ব দেওয়ার আর্জিও জানানো হয়েছিল। আদতে গেরুয়া শিবিরের তরফেই পিছন থেকে কলাকাঠি নেড়ে এই মামলা দায়ের করা হয়েছিল। তবে এদিন তাঁদের ধাক্কা দিয়েই হাইকোর্ট মামলা খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন অনশন আন্দোলনে বিশ্বভারতীর নৃতত্ব বিভাগের ৬ ছাত্রী

আইনজীবী পৃথবিজয় দাস তাঁর দায়ের করা মামলায় দাবি করেছিলেন, বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি। এদিন মামলার শুনানিতে তিনি দাবি করেন, অভিযোগ যেহেতু একজন বিধায়কের বিরুদ্ধে সে কারণে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করে কোন লাভ হবে না জেনেই ইডি, সিবিআই এবং আয়কর দফতরে অভিযোগ জানানো হয়েছে। তার দাবি ঘটনায় তদন্ত করুক সিবিআই এবং ইডি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে তদন্তের এক্তিয়ার রয়েছে। ফৌজদারী কার্যবিধি অনুযায়ী প্রথমে মামলাকারীকে তাঁদের কাছেই অভিযোগ জানাতে হবে। এই পর্যবেক্ষণের পরেই মামলাটি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ