এই মুহূর্তে




২০০২-র তালিকায় রয়েছে নাম, SIR আতঙ্কে NRS হাসপাতালে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি : SIR আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। শনিবার সকালে NRS হাসপাতালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আতঙ্কে থেকে ব্রেন স্ট্রোক হয় জিয়ার আলি নামে এক বৃদ্ধের। শুক্রবার থেকে NRS হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, SIR আতঙ্কে ভুগছিলেন। ২০০২-র তালিকাতে তাঁর নামও রয়েছে। তারপরেও ভয় ক্রমশ তাড়া করে বেড়াচ্ছিল। রাজ্য জুড়ে এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল বেড়েই চলেছে।

জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে জিয়ার আলি নামে ওই বৃদ্ধের। তিনি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া এলাকার বাসিন্দা । কিন্তু এসআইআর-র জন্য বাড়িতে এনুমরেশন ফর্ম আসার পর থেকে আরও চিন্তিত হয়ে পড়েন তিনি। ভয় পাচ্ছিলেন, কোনওভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাতো। সেই চিন্তা থেকেই শুক্রবার ব্রেনস্ট্রোক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুরা গ্রামেও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাড়ির সংলগ্ন কাঁঠাল গাছে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হন তিনি। চল্লিশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কমলা রায়। কিন্তু সম্প্রতি SIR নিয়ে আতঙ্কে থাকতেন। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুরা গ্রামের বাসিন্দা তিনি। আতঙ্ক থেকেই আত্মঘাতী হন তিনি। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, সমস্ত বৈধ-নথি রয়েছে কমলা রায়ের। তারপরেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। বাংলাদেশ থেকে আসার কারণেই দুশ্চিন্তায় ছিলেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ