এই মুহূর্তে




মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ১৮ লক্ষ ভোটারের কাছে পৌঁছেছেন BLO-রা, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

নিজস্ব প্রতিনিধি: SIR: মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ১৮ লক্ষ ভোটারের কাছে পৌঁছেছেন BLO-রা, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের। তবে এনিউ মারেশন ফর্ম ফিলাপের প্রথম দিন সঠিক সময় ফর্ম তুলতে পারলেন না বহু বি এল ও(BLO)। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রইলেন। আর তাই মঙ্গলবার বালুরঘাট(Balurghat) সহ দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ বি এল ও সঠিক সময় বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু করতে পারলেন না। যদিও প্রথম দিন কিছুটা অব্যবস্থা হতে পারে এমনটাই ধরে নিচ্ছেন ভোটাররা। মঙ্গলবার দুপুর দুটোর পরে বালুরঘাট শহরের বেশিরভাগ বি এল বাড়ি বাড়ি যেতে শুরু করেন। শুধু বালুরঘাট নয়, জেলার সাতটি ব্লকেই একই ধরনের ঘটনা ঘটে। ফলে প্রথম দিনেই বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়।

ওই জেলার বহু বিএল অভিযোগ করেন মঙ্গলবার সকাল সাড়ে দশটার পরে তারা হাতে কাগজ পান। যদিও অন ডিউটির নোটিশ তারা এখনো হাতে পাননি। স্কুল করে দুপুর দুটোর পর তারা বের হন। এত বড় একটা কাজ। শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এদিকে বি এল ও’ র সঙ্গে বিএলএ ২ কেন ?সেই প্রশ্ন তুলছেন অনেকেই। কারণ তাদের কোন পরিচয় পত্র নেই। যদিও তাদের দাবি জেলা প্রশাসনের তরফে তাদের শুধু কাগজ দেওয়া হয়েছে এখনো পরিচয় পত্র দেওয়া হয়নি। তারা যে দলের সেখানে এবং প্রশাসনকে জানাবেন বলে জানিয়েছেন। পরিচয় পত্র থাকলে কাজ করতে সুবিধা হয়, এটা তারা নিজেরাও মানছেন। অন্যদিকে, হাওড়া সহ উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটায় বি এল ও দের বিক্ষোভের মুখে পড়তে হয়। কোথাও কোথাও তাদের আটকে রাখা হয়।এসআইআর কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথে। বাগনান খালোড় কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পায় বিএলও হিসাবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয় পত্র দেখতে চান। অনুপমা দাস জানিয়েছেন, যেহেতু সোমবার পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে তাদের কোন পরিচয়পত্র দেওয়া হয়নি সেই কারণে তার পক্ষে তা দেখানো সম্ভব হচ্ছে না। আর এতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। তাকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। ওই শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেনি বলে অভিযোগ। এই নিয়ে বচসা শুরু হতেই উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিক্ষিকা জানিয়েছেন প্রথমে রাজি না হলেও পরে চাপে তিনি এই কাজ করতে রাজি হয়েছেন।এদিকে,প্রথম থেকে বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এসআইআর-র (SIR)মূল পর্বের কাজ শুরুর প্রথম দিনেই শুরু সমস্যা। রাজ্যে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএলওদের।

কখনও সঠিক এনামুরেশন ফর্ম না পাওয়া, কখনও পরিচয়পত্র না থাকায় সমস্যায় পড়েছেন বিএলও’রা। ফলে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর-র কাজ সারছেন বিএলওরা। ভোটারদের বাড়িতে গিয়ে এনামুরেশন ফর্ম দিয়ে, সবকিছু ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কেউ বুঝতে না পারলে ফর্ম ফিলআপ করতে সাহায্য করা হচ্ছে। কিন্তু তারপরেও সমস্যায় পড়েছেন তাঁরা। হাওড়ার জগাছায় বিএলওকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএলওর কাছে আইডি না থাকায় বিএলওকে কাজে বাধা দেওয়ার অভিযোগ। বলা হয়েছে, নিরাব্চন কমিশনের পক্ষ থেকে একটি কিউআর কোড সহ কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখেই ফর্ম ফিলআপ করা হবে। কিন্তু এখনও সব বিএলওরা সেই আইডি পাননি। ফলে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের।

এদিন হাওড়ার জগাছায় কাজ করতে গিয়ে বাধা পান তাঁরা। তারপর পুলিশের কাছে গেলে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।অন্যদিকে, গাইঘাটায় বিএলওদের স্কুলে তালাবন্ধ করে রাখার অভিযোগ। পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তায় অভিভাবকরা। গাইঘাটা চন্ডীগড় স্পেশাল ক্যাডার এফ পি বিদ্যালয়ে স্কুলের তিনজন শিক্ষক রয়েছেন। এরা ৩জনেই বিএলও-র দায়িত্ব পেয়েছেন। তাঁরা বিএলও-র কাজ করলে ছাত্রদের ভবিষ্যত সমস্যায় পড়বে। তাই মঙ্গলবার সকালে তাঁরা স্কুলে আসতেই তালা বন্ধ করে রাখা হয়। এরপর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। তাঁরা গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করলে তালা খুলে দেওয়া হয়। ধুপগুড়ি-কালচিনিতে ফর্ম বিভ্রাটের জেরে সমস্যার সৃষ্টি হয়েছে। সঠিক ফর্ম না পেয়ে বিক্ষোভ দেখান বিএলওরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ