এই মুহূর্তে




স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের হয়রানি, ২০ ‘রোমিও’র মাথা ন্যাড়া করে শাস্তি দিলেন অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি: স্কুল শুরুর সময়েও গেটের সামনে তাঁরা, ছুটির সময়েও গেটের বাইরে একই মুখ। একটাই কাজ জটলা করে, ছাত্রীদের উত্যক্ত করা। এ নিয়ে বেশ কয়েকবার গন্ডগোল হলেও শোধরায় নি তাঁরা। ছাত্রীদের অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষও অনেক বার সাবধান করেছে তাঁদের। কিন্তু কোনও লাভ হয়নি। অগত্যা নিজেদের হাতেই হাতিয়ার তুলে নিলেন অভিভাবক গ্রামবাসীরা। শাস্তির পথে হেঁটে রোমিওদের টেনে নিয়ে গেলেন স্থানীয় নাপিতদের কাছে। তাঁদের মাথা মুড়িয়ে ন্যাড়া করে উচিত শিক্ষা দিলেন অভিভাবকরা। আর তাদের হাত থেকে কোন রকমে নিজেদের ছাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড় দিলেন ২০ জন রোডসাইড রোমিও। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা।

অভিযোগ, বেলডাঙা থানার অন্তর্গত কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাইস্কুলের বাইরে দীর্ঘদিন ধরেই উৎপাত স্থানীয় যুবকদের। ছাত্রীদের অভিযোগ, স্কুলে যাতায়াতের পথে প্রায়শই তাঁদের হয়রানির শিকার হতে হয়। যুবকদের কাছ শুনতে হয় নানারকম আজেবাজে মন্তব্য। কখনও সেগুলো শালীনতার মাত্রা ছাড়ায়। প্রতিবাদ করলে আসে হুমকি। অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ বহুবার বহুরকম পদক্ষেপ নিলেও কোনও কাজ হয়নি। শেষমেষ ‘অভিনব পদক্ষেপ’ বেছে নিতে হল অভিভাবকদের। এদিন ‘রোমিও’রা স্কুলের বাইরে এসে উৎপাত শুরু করলেই তাদের ‘পাকড়াও’ করেন অভিভাবকরা। সেখান থেকে সোজা স্থানীয় সেলুনে নিয়ে যাওয়া হয় তাঁদের। এরপর তাঁদের ন্যাড়া করিয়ে ছেড়ে দেওয়া হয়।

তবে অভিভাবকদের কোনও গরম দেখাননি লোকাল রোমিওরা। বরং সেলুন থেকে বেরিয়ে সুড়সুড় করে বাড়ির পথে হাঁটা দেন তাঁরা। আগে নিজের চুলের স্টাইল দেখানোর জন্যে হেলমেট পরতেন না রোমিও রা। কিন্তু ন্যাড়া হতেই হেলমেট পরে লজ্জা ঢাকতে বাধ্য হয় ২০ জন। প্রসঙ্গত, ওই স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজারের মতো। আর স্কুলটি জেলার নাম করা শিক্ষা প্রতিষ্ঠান। সেই কারণেই প্রতিদিন স্কুলের বাইরে ওই বখাটেদের ভিড় জমত। সঙ্গে ছাত্রীদের দেখেই চলত টিপ্পনী কাটার ধুম। সেখানে বিভিন্ন গ্রামের যুবক বাইক নিয়ে ইতস্তত ভাবে ঘোরাফেরা করতেন। ছাত্রীদের সঙ্গে রাস্তায় খারাপ আচরণ করতেন। ছাত্রীদের হাত টেনে নেওয়ার চেষ্টা করতেন। তাঁদের আচরণ এতটাই ‘উগ্র’ যে প্রতিবাদীরাও ভয়ে কিছু বলতে পারতেন না। অবশেষে স্থানীয় বাসিন্দারা মিলে এঁদের শাস্তি দেওয়ার পরিকল্পনা করেন। এরপরেই যা হওয়ার তাই হল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ