এই মুহূর্তে

৫৫ লক্ষ টাকার শৌচাগার কেলেঙ্কারি মালদায়, কাঠগড়ায় NGO

কৌশিক দে সরকার: শৌচাগার কেলেঙ্কারিতে(Bathroom Scam) সরগরম এবার মালদা জেলার(Malda District) পুরাতন মালদা শহর(Old Malda Municipality)। কেননা খাতায় কলমে শহরজুড়ে ৫০০ শৌচাগার তৈরি করা হলেও বাস্তবে এখন তার একটিরও আর সন্ধান মিলছে না। আর তার জেরেই সামনে চলে এসেছে প্রায় ৫৫ লক্ষ টাকার দুর্নীতির ঘটনা। যেখানে শুধু সরকারি প্রকল্পের ৫০ লক্ষ টাকাই গায়েব করে দেওয়া হয়েছে তাই নয়, উধাও হয়েছে আমজনতার দেওয়া ৫ লক্ষ টাকাও। মোট ৫৫ লক্ষ টাকার শৌচাগার কেলেঙ্কারি এখন পুরাতন মালদার রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিরোধীরা এই ঘটনার পিছনে শাসক দলের নেতাদের দিকে আঙুল তুললেও ক্ষতিগ্রস্থদের দাবি, ঘটনায় জড়িত একটি NGO, যারা শহরে শৌচাগার তৈরি করার বরাত পেয়েছিল। ঘটনার জেরে জেলা বিজেপি(BJP) নেতৃত্ব সিবিআই তদন্তের(CBI Investigation) দাবি জানিয়েছে।

আরও পড়ুন বাংলার অষ্টমির বাউন্সারে কুপোকাত খোদ প্রধানমন্ত্রী

ঠিক কী হয়েছে? কয়েক বছর আগে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ শহরের বাড়ি বাড়ি সমীক্ষা করেছিল শৌচালয় নিয়ে। সেই সমীক্ষায় পুর এলাকায় শৌচালয় নিয়ে সার্বিক চিত্র উঠে এসেছিল। দেখা গিয়েছিল, শহরের ১৯০৬টি পরিবারের বাড়িতে কোনও শৌচালয় নেই। আবার কাঁচা শৌচালয় রয়েছে, এমন পরিবারের সংখ্যাও ছিল প্রায় ৬১৮৭টি। তার জেরেই পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের নির্মল বাংলা মিশন প্রকল্পের আওতায় শহরে যে সব পরিবারের বাড়িতে শৌচালয় নেই সেই সব বাড়িতে একটি করে শৌচালয় বানিয়ে দেবে। সেই হিসাবে প্রথম দফায় ৬০০টি শৌচালয় নির্মাণের বরাত দেওয়া হয় একটি NGO-কে। ঠিক হয়েছিল এই পরিকল্পনা রূপায়ণের জন্য শৌচাগার প্রতি ১১ হাজার টাকা করে দেওয়া হবে ওই NGO-কে। এর মধ্যে ৮ হাজার টাকা মিলবে নির্মল বাংলা মিশন(Nirmal Bangla Mission) প্রকল্পের আওতায়। বাকি টাকার মধ্যে ২ হাজার টাকা দেবে পুরসভা কর্তৃপক্ষ। ১ হাজার টাকা দেবে সেই সব পরিবার যাদের বাড়িতে এই শৌচালয় তৈরি করে দেওয়া হবে। কিন্তু সেই ঘটনার পরে এখন পুরসভা যখন ফের সমীক্ষা শুরু করেছে তখন দেখা যাচ্ছে ৬০০ শৌচালয়ের মধ্যে ১০০ শৌচালয় থাকলেও বাকি ৫০০ শৌচালয় পুরো উধাও হয়ে গিয়েছে। একটা গোটা শৌচালয় তো কারও পক্ষে রাতারাতি খেয়ে নেওয়া বা লোপাট করে দেওয়া সম্ভব নয়। তাই মনে করা হচ্ছে এবং আমজনতারও অভিযোগ, ওই ৫০০ শৌচালয় কোনওদিন নির্মাণই হয়নি, কিন্তু তার টাকাটা ওই NGO তুলে নিয়ে কেটে পড়েছে।

আরও পড়ুন ১০ থেকে ২০জন IPS অফিসার পেতে চলেছে বাংলা

সেই হিসাবে এই ঘটনায় উধাও হয়েছে নির্মল বাংলা মিশনের ৪০ লক্ষ টাকা, পুরাতন মালদা পুরসভার ১০ লক্ষ তাকা এবং আমজনতার ৫ লক্ষ টাকা। সব মিলিয়ে ৫৫ লক্ষ টাকার কেলেঙ্কারি এখন সামনে এসেছে। মজার কথা শহরের বুকে যে ১০০টি শৌচালয়ের সন্ধান মিলেছে সেগুলির মান নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ ওই পরিবারগুলি। কেননা দেখা যাচ্ছে বেশির ভাগ শৌচালয়ের মান এতটাই খারাপ যে, অনেক বাড়িতেই তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কারও বাড়িতে আবার সেই শৌচালয় ভেঙেও পড়েছে। পরিবারগুলির অভিযোগ, যে সংস্থা শৌচালয় তৈরির দায়িত্ব নিয়েছিল, তারা সঠিকভাবে কাজ না করাতেই এই অবস্থা এসে দাঁড়িয়েছে। তাঁরা কাজের মান নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেই সময় তাঁদের কথা প্রশাসনের কর্তারা শোনেননি। শৌচালয় তৈরির নামে শুধু সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুন রাজ্যে স্কুল শিক্ষা উন্নয়ন খাতে ২৪২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শৌচালয় তৈরির নামে কার্যত প্রহসন করা হয়েছে। মানুষকে ভুল বুঝিয়ে এজেন্সি দিয়ে কাজ না করিয়েই বিল নিয়ে নেওয়া হয়েছে। আর তার ফল এখন মানুষকে ভুগতে হচ্ছে। প্রশাসনের যোগসাজশ না থাকলে এ ধরনের লুটতরাজ হতো না। এই ঘটনায় কে বা কারা জড়িত তা সিবিআই তদন্ত করে বের করা উচিত। মানুষের চোখে ধুলো দিয়ে টাকা লুট করে নেওয়ার কৌশল নেওয়া হয়েছে এই ঘটনায়। সাধারণ মানুষের কোনও উপকার হয়নি। কাউন্সিলার, ঠিকাদারদের পেট ভরানো হয়েছে। এই ঘটনায় পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, শৌচালয় তৈরির জন্য জেলা থেকে NGO বরাত পেয়েছিল। তারাই নির্মাণের দায়িত্বে ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালিতে ফের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ,সংঘর্ষ

হার নিশ্চিত দেখেই দিল্লিতে ছুট বিজেপি প্রার্থী বিস্তার

ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ তৃণমূলের

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

‘অমৃতা রায়কে দেখলে বোঝা যায় মেকলের উদ্ধৃতি কত দামী’, দাবি ব্রাত্যের

‘একসঙ্গে জ্বালাবে’ লিখে আত্মঘাতী দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর