এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ক্যাঙারু রহস্য, পাচারচক্রের মূল পাণ্ডার খোঁজে জাল গোটাচ্ছে বনদফতর

নিজস্ব প্রতিবেদক: প্রথমে বারোবিশা তারপরে শিলিগুড়ি। ১ এপ্রিল উদ্ধার করা হয়েছিল তিনটি অস্ট্রেলিয়ান ক্যাঙারু। এরপর ২ এপ্রিল উদ্ধার হয়েছিল এক ক্যাঙারুর মৃতদেহ। বারবার ক্যাঙারু উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে বন দফতর। বারোবিশায় পাচারকারী গ্রেফতার হলেও শিলিগুড়িতে কারা পাচার করছিল তা জানা যায়নি। তবে বন দফতরের অনুমান, এই দুই পাচার কাণ্ডের মধ্যে রয়েছে যোগ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫ টি ক্যাঙারু উদ্ধার করা হয়েছে। তবে পাচারচক্রের মূল পাণ্ডা এখনও পর্যন্ত অধরা।

১ এপ্রিল রাতে গজলডোবার ক্যানেল রোড এবং ফারাবাড়ি থেকে উদ্ধার হয় ক্যাঙারু। ২ এপ্রিল সকালে ফের উদ্ধার হয় একটি ক্যাঙারুর মৃতদেহ। ফারাবাড়ি থেকে ওই মৃত ক্যাঙারুর দেহ উদ্ধারের পর অনুমান, পাচারকারীদের অসাবধানতা ও নির্মমতার কারণেই মৃত্যু হয়েছিল ক্যাঙারুটির। বনদফতরের কপালে চিন্তার ভাঁজ আরও একটি কারণে, ক্যাঙারুগুলি অস্ট্রেলিয়ান প্রজাতির। অতদূরের থেকে এখানে আনা হয়েছিল কি করে? আর তারপর কি হয়েছিল, যে পরপর উত্তরবঙ্গে উদ্ধার হচ্ছে ক্যাঙারু? অনুমান, বাইরে থেকে পাচারকারীরা ক্যাঙারু আমদানি করত এই দেশে তারপর শিলিগুড়ি হয়ে তা পাঠানো হত বাংলাদেশ বা নেপালে। সেখান থেকে পৌঁছে যেত চিনে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৫ টি ক্যাঙারু (kangaroo) উদ্ধার হয়েছে। পরপর ক্যাঙারু উদ্ধারের ঘটনায় বিশেষ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের কড়া শাস্তি হবে। মূলচক্রী কোনওভাবেই পালাতে পারবে না বলে দাবি বনমন্ত্রীর।

বৈকুন্ঠপুর বনদফতর (Forest Department) সূত্রে জানা গিয়েছে, বারোবিশাতে যোগাযোগ করা হয়েছে। জোরদার তল্লাশি চলছে পাচারকারীদের খোঁজে। মূল পাণ্ডাকে ধরার ক্ষেত্রে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। আরও বলা হয়, ১ এপ্রিল পাচারকারীদের সম্বন্ধে গোপন খবর ছিল বনদফতরের কাছে। তাই যথা সময়ে হানা দেওয়া হয়েছিল। বনদফতরের অভিযানের মুখে পড়েই ক্যাঙারু ছেড়ে পালায় পাচারকারীরা।

প্রসঙ্গত, মিজোরামে এক অবৈধ ক্যাঙারু প্রজনন কেন্দ্রের খবর পাওয়া গিয়েছে। বারোবিশায় উদ্ধার হওয়া ক্যাঙারু সেখান থেকেই আমদানি করা হয়েছিল বলে অনুমান। খতিয়ে দেখা হচ্ছে ক্যাঙারুর জন্ম এদেশে কি না ও তাদের বয়স। প্রসঙ্গত, ভারতীয় ক্যাঙারু তুলনায় কম উচ্চতার হয়ে থাকে।

বনকর্মীদের কথায়, উত্তরবঙ্গ হয়ে পাচারের পথ সহজ। আর পাচার বানচাল হওয়াতেই পরপর ক্যাঙারু উদ্ধার হচ্ছে? আরও ক্যাঙারুর সন্ধান মিলতে পারে, এই আশায় চলছে অভিযান। আপাতত উদ্ধার (Recover) হওয়া ক্যাঙারু গলির প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। রাখা হয়েছে শিলিগুড়ির বঙ্গল সাফারিতে পর্যবেক্ষণে। খবর, আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আশা হতে পারে ক্যাঙারুগুলিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাঁইবাড়ির শহরে আজ হাঁটবেন মমতা, জনস্রোতের অপেক্ষায় জি টি রোড

তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর