এই মুহূর্তে




Christmas 2022: বড়দিনে ছুঁয়ে আসুন বাংলার ঐতিহ্য ও গর্ব বিষ্ণুপুরকে




কৌশিক দে সরকার: আপনি কি বাঙালি? বাংলার(Bengal) ইতিহাস সম্পর্কে সচেতন? এই দুটি প্রশ্ন যে কোনও বাঙালিকে করলে তাঁর ঘাড় হেলিয়ে জোর গলায় বলবেন ‘হ্যাঁ’। কিন্তু এরপরেই যদি আপনি প্রশ্ন করেন তাঁকে রাজা বীর হাম্বির(Bir Hambir) কে ছিলেন? মল্ল রাজাদের(Malla Dynesty) বাংলার সভ্যতা সংস্কৃতিতে গুরুত্ব কী? মল্ল শিল্পকলা কেমন ছিল? বিষ্ণুপুর ঘরানা(Bishnupur Gharana) বলতে কী বোঝায়? এসব প্রশ্নের উত্তর তখন কিন্তু খুব কম মানুষই দিতে পারবেন। কেন পারবেন না জানেন? আসলে বিষ্ণুপুর(Bishnupur) বাংলার পাঠ্য বইয়ে চির উপেক্ষিত। বাংলার পাঠ্য বইয়ের ইতিহাসে রাজা শশাঙ্ক আছেন, পাল থেকে সেন রাজারা আছেন, মালদা-মুর্শিদাবাদের নবাবরা আছেন, ব্রিটিশরা আছেন, বিপ্লবীরা আছেন, স্বাধীনতা ও নবজাগরণের বিপ্লবী ও মণীষিরা আছেন। নেই খালি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র বিষ্ণুপুরের ইতিহাস, মল্ল রাজাদের ইতিহাস। সেই বিষ্ণুপুরই হোক না আপনার বড়দিনের(Christmas 2022) ছুটি কাটাবার জায়গা।

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর এখন সেই জেলার অন্যতম মহকুমা শহর। কিন্তু একসময় এই শহরই ছিল মল্ল রাজাদের রাজধানী তথা রাঢ় বাংলার প্রাণকেন্দ্র। এই শহরের পরতে পরতে ইতিহাস। এই শহর মদনমোহণের লীলা খেলার শহর। এই শহর টেরাকোটার(Teracota) শহর, বালুচুরি শাড়ির(Baluchuri Saree) শহর, বীর হাম্বিরের শহর, যদু ভট্টের শহর। আফগান যুগের শেষ দিকে জঙ্গল কেটে এই শহরের স্থাপন করেছিলেন মল্লরাজ জগৎ মল্ল। তাঁর হাত ধরেই বিষ্ণুপুরের প্রসিদ্ধ মৃন্ময়ী মায়ের মন্দিরের প্রতিষ্ঠা ঘটে। তৈরি হয় দুর্গ, রাজপ্রাসাদ, রাজদরবার। মল্ল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ট নৃপতি ছিলেন রাজা বীর হাম্বির। মুঘল সম্রাট আকবরের সময়সাময়িক এই নৃপতি মুঘলদের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন রাজা মান সিংহের হাত ধরে। সেই সূত্রেই বাংলায় জন্ম নিয়েছিল দশাবতার তাস এবং বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত যা পরে পণ্ডিত যদু ভট্টের হাত ধরে দেশের অন্যতম শাস্ত্রীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। এখানকার লন্ঠন, শঙ্খ, কাঠের শিল্পও রীতিমত বিখ্যাত। তবে সব থেকে বেশি বিখ্যাত এখানকার বালুচুরি ও স্বর্ণচুরি শাড়ি। সেই শহরেও কিন্তু দেখার জিনিস অজস্র।

বিষ্ণুপুর শহরের মধ্যে থাকা রাসমঞ্চ(Rasmancha) শুধু বাংলা নয়, ভারত তথা এশিয়ার অন্যতম আশ্চর্যের স্থাপত্য। রাসমঞ্চের টিকিটেই দেখে নিতে পারেন মুঘল-আফগান-হিন্দু শৈলি এবং টেরাকোটার মিলনে জন্ম নেওয়া মল্ল শিল্পকলার অন্যতম অঙ্গ এখানকার কিছু মন্দির। যার মধ্যে থাকবে শ্যামরায় মন্দির, জোড় বাংলা মন্দির, রাধাবিনধ মন্দির এবং মদনমোহন মন্দির। দেখতে ভুলবেন না গড় দরজা, গুম ঘর, পাথরের দরজা, পাথরের রথ, দলমাদল কামান, নতুন মহল, হাওয়া মহল, লালবাঁধ। দেখতে ভুলবেন না আচার্য যোগেশ চন্দ্র পুরাকীর্তিভবন। দেখে নিন মৃন্ময়ী মন্দির ও ছিন্নমস্তা মন্দির। এরপরে পা বাড়ান শহরের বাইরে। একদিন দেখে নিন বিষ্ণুপুরের অদূরেই থাকা টেরাকোটা শিল্পের আঁতুড়ঘর পাঁচমুড়া। দেখে নিন বাঁকুড়া শহরের পাশে থাকা ডোকরা শিল্পের গ্রাম বিকনা। দেখে আসুন শুশুনিয়া পাহাড়, জয়পুরের জঙ্গল, কোতলপুরের শ্যামরায় মন্দির। এসবের জন্যই গাড়ি ভাড়া করতে হবে আপনাকে। এরপর হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসুন মুকুটমণিপুর থেকে। পাহাড়-জঙ্গল-নদীর এই মিলনক্ষেত্র দেখতে খারাপ লাগবে না। দেখে আসুন কামারপুকুর-জয়রামবাটি। দেখতে যেতে পারেন শিলাবতী নদীর ধারে থাকা গণগণি, মেদিনীপুর শহরের পাশে থাকা মন্দিরময় গ্রাম পাথরাও।

যাবেন কীভাবে আর থাকবেনই বা কোথায়! হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার জন্য পাবেন ১২৮৮৩ আপ রূপসী বাংলা এক্সপ্রেস(প্রতিদিন), ১২৮২৭ আপ পুরুলিয়া এক্সপ্রেস(প্রতিদিন), ১৮০০৩ আপ রানি শিরোমণি এক্সপ্রেস(প্রতিদিন), ১২৮৮৫ আপ আরণ্যক এক্সপ্রেস(রবি বাদে প্রতিদিন) সহ আরও বেশ কিছু ট্রেন। কলকাতার ধর্মতলা থেকে পাবেন বিষ্ণুপুর যাওয়ার সরাসরি সরকারি বাস পরিষেবাও। থাকার জন্য পাবেন পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের ট্যুরিস্ট লজ ও বেশ কিছু বেসরকারি হোটেল ও লজ। তবে অবশ্যই আগে থেকে বুকিং করে যাবেন। না হলে রুম পাওয়া অসুবিধা হতে পারে।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে প্রশাসনিক বৈঠক জেলাশাসকের

শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো ঘিরে আনন্দে মাতোয়ারা সকলে

বাংলাদেশে চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা , শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে: দিলীপ ঘোষ

বাগনান ও আমতা থেকে উদ্ধার বিলুপ্ত নয় ও চার কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম

রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের ওপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

‘ভারত বিদ্বেষী’ বাংলাদেশিদের জন্য বন্ধ দার্জিলিংয়ের হোটেলের দরজা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর