এই মুহূর্তে




‘বাংলা-বিরোধী’ কুৎসার জবাব দিতে অভিষেক চালু করলেন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বছর গড়ালেই বাংলায় বিধানসভা নির্বাচন। এক কথায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। এখন থেকেই রাজনীতির ময়দানে শাসক-বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়া আর ডিজিট্যাল প্ল্যাটফর্মের যুগ। এবার সেটাকেই হাতিয়ার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা করলেন বিধানসভা ভোটের আবহে। বিজেপির ‘বাংলা-বিরোধী’ কুৎসার জবাব দিতে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেনের ডাক দিয়েছেন অভিষেক।

তৃণমূলের নজর এখন সমাজমাধ্যমে। বাংলার তরুণদের আরও শক্তিশালী করতে বিরাট এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার তরুণ কণ্ঠস্বরকে আরও জোরদার করাই অভিষেকের মূল লক্ষ্য। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেনের সূচনা করে অভিষেক বলেছেন, ‘এটি একটি জনগণের দ্বারা পরিচালিত বাহিনী, যারা নতুন সৃষ্টিতে বিশ্বাসী। স্বপ্ন দেখতে ভালোবাসে। বাংলা যাদের মাতৃভূমি, বাংলার কৃষ্টি রক্ষার জন্য লড়াই করতে সর্বদা প্রস্তুত।” তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। তৃণমূলের সেনাপতি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে এবার লড়াই শুরু হল ডিজিটাল মাধ্যমেও।

অভিষেক একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা, মিথ্যা ও অপপ্রচারের উপর ভর করে ক্রমবর্ধমানভাবে উত্তেজিত, অপমানিত, অপমানিত এবং অপমানিত হচ্ছে, যারা ডিজিটাল জগতে এখন যুদ্ধ তীব্রতর হচ্ছে।” তিনি স্পষ্ট করে বলেছেন যে, ‘বাংলার অধিকার, মর্যাদা এবং সত্যের পক্ষে দাঁড়ানো, স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে লড়াই করা আমাদের দায়িত্ব। এই কারণেই আমি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ শুরু করছি, যা একটি জন-চালিত, যুব-নেতৃত্বাধীন ডিজিটাল আন্দোলন যা বাংলার পরিচয় রক্ষা করবে, এরা সত্যকে সমুন্নত রাখবে এবং ভারত ও বিশ্বের প্রতিটি কোণে তার গর্ব ও অগ্রগতির বার্তা পৌঁছে দেবে।”  অভিষেক আরও লিখেছেন, “বাংলার অপবাদ প্রত্যাখ্যানকারী প্রতিটি তরুণের প্রতি, এটি আপনার স্পষ্ট আহ্বান। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন। বাংলার ভবিষ্যৎকে শক্তিশালী করুন।” অভিষেকের এই ক্যাম্পেন স্পষ্ট করে দিয়েছে যে, সোশ্যাল প্ল্যাটফর্মে আরও বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছে  তৃণমূল। তরুণ ব্রিগেডই এই ক্যাম্পেনের শক্তি হিসেবে তুলে ধরেছেন অভিষেক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ