এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গাঁ মানে না আপনি মোড়ল, পদ হারালেন কৌস্তভ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে যখন বিজেপি(BJP) বিরোধী INDIA জোটের বৈঠক চলছে, তখনও তৃণমূল(TMC) এবং মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বিরুদ্ধে বিষ ঢেলে যাচ্ছিলেন তিনি। এমনকি তৃণমূলের সঙ্গে জোট গড়া নিয়ে দলীয় নেতৃত্বকেও আক্রমণ শানতে পিছুপা হননি তিনি। আর তার জেরেই এবার পদ হারা হলেন তিনি, মানে কৌস্তভ বাগচী(Koustav Bagchi)। প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। বিজেপির সঙ্গে যোগসাজশ রেখে চলা, গেরুয়া শিবিরের উসকানিতে দলীয় নেতৃত্বকে আক্রমণ করার অভিযোগের জেরেই এহেন পদক্ষেপ বলে প্রদেশ কংগ্রেস(INC) সূত্রে জানা গিয়েছে। আর এই পদক্ষেপে কৌস্তভকে যেমন বুঝিয়ে দেওয়া হল মমতা তথা তৃণমূল বিরোধিতায় লাগাম টানতে, ঠিক তেমনি দলের সকল নেতাকেই নিঃশব্দে বার্তা দিয়ে দেওয়া হল যে, তাঁরা যেন কেউ কৌস্তভের পথে পা না বাড়ান। আর এই পদক্ষেপটা নেওয়া হল এমন একটা সময়ে যখন গতকালই মুম্বইয়ে INDIA জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যে রাজ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বন্ধ করতে হবে।

কার্যত কৌস্তভের পদ হারানোর মধ্যে বড় ধাক্কা কেউই দেখতে পাচ্ছে না। কেননা একাধিকবার তিনি তৃণমূলকে নিশানা বানাতে গিয়ে দলের নেতৃত্বকেই নিশানা বানিয়ে ফেলেছেন। তাঁকে বার বার সতর্ক করা হলেও নিজেকে শুধরে নেননি তিনি। কার্যত নিত্যদিন তিনি বিজেপির সুরে সুর মিলিয়ে তৃণমূলকে আক্রমণ চালিয়ে গিয়েছেন। সব থেকে বড় কথা, খোদ প্রদেশ কংগ্রেসেরই একটা বড় অংশের নেতারা মনে করেন কৌস্তভের এই বেপরোয়া মনোভাব ও কথাবার্তার মূলে রয়েছে, বিজেপির উসকানি। আর সেই কারণেই তিনি সবসময় তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেও আজ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে একটি শব্দ খরচ করেননি। কার্যত কৌস্তভ নিজেই কয়েক দিন আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তাঁর বিরুদ্ধে দল কোনও পদক্ষেপ নেবে। এখন দেখা গেল সেটাই সত্যি হয়েছে।

দিনকয়েক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সম্মতি নিয়েই মুখপাত্রদের ২৬ জনের নতুন একটি প‌্যানেল প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। সেখানে নাম নেই কৌস্তভের। কার্যত সেই সময়েই বুঝিয়ে দেওয়া হয়েছিল, কৌস্তভকে ধাক্কা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। এখন সেটাই আরও কড়া ভাবে বুঝিয়ে দেওয়া হল দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়ে। দলের নেতারা কে কী ভাবছেন? প্রদেশ কংগ্রেসের কার্যত কেউই নেই কৌস্তভের পাশে। তাঁদের বক্তব্য, ‘কংগ্রেস কর্মীরা কৌস্তভের মুখ আর মুখোশ দুটোই এতদিনে চিনতে পেরেছে। ওর বিজেপিকে তুষ্ট করতেই তাদের বিরুদ্ধে একটাও কথা বলছে না। আর বিজেপির উসকানিতেই এখন নেতৃত্বকে নিশানা করছে। আসলে গাঁয়ে মানে না আপনি মোড়ল গোছের নেতা হলে যা হয়। নিজের পাড়ায় সঙ্গে এক পিস লোক নেই। এক বছর সময় দিলেও দশজন লোক জোগাড় করতে পারবে না। যতসব কাগুজে বাঘ, ফেসবুক আর দু’চারটে বাজারি টিভি চ‌্যানেলের ‘গ‌্যাস’ খেয়ে ক‌্যামেরার সামনে মাথা ন‌্যাড়া করে তখন চমক দিয়েছিল। আসলে পুরোটাই তো বিজেপির সঙ্গে গটআপ করে নাটক করা। তলে তলে কাদের সঙ্গে সেটিং তা প্রদেশ কংগ্রেস থেকে এআইসিসি, সবাই ধরে ফেলেছে। কৌস্তভ এতদিন বলেছেন, ‘‘দলের নিচু তলার কর্মীদের আবেগের কথা আমি তুলে ধরি। কিন্তু ছাত্র পরিষদের মহাজাতি সদনের সভায় কৌস্তভ দলের সেই নিচুতলার কর্মীদের হাতেই বেধড়ক মার খেয়েছে। তাঁর দল বিরোধী ভূমিকা কংগ্রেসের সর্বস্তরে নজরে পড়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর