নিজস্ব প্রতিনিধি: অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে এগিয়ে বাংলা। এই কথা স্বীকার করেছে খোদ কেন্দ্রের শ্রমমন্ত্রক। বিজেপি শাসিত রাজ্য যেখানে শ্রমিকদের সাহায্যের বা কাজ দেওয়ার কথা বরাই করে বলে। সেখানেই পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে পিছনে ফেলেছে বিজেপি শাসিত বাকি রাজ্যগুলি। কেন্দ্রীয় সরকারের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্তের ক্ষেত্রে ই-শ্রম পোর্টালে প্রথমের সারিতে রয়েছে বাংলা। যার ধারেকাছে নেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সরকার। অর্থাৎ ২০২১- ভোটের সময় বরাই করা ‘ডবল ইঞ্জিন’ সরকার ব্যর্থ বলাই যায়।
কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন দেশের ১ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ৭৪৩ জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। অর্থাৎ এক মাসে সংখ্যাটি দু’কোটিরও কম। যে চার সপ্তাহের তথ্য প্রকাশ করেছে, সেই হিসেবে দেখাই যাচ্ছে শ্রমিকদের নাম নথিভুক্তির ক্ষেত্রে প্রথম তিনটি রাজ্য হল ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহার। এর মধ্যে বিহারে রয়েছে জোটের সরকার। সেদিক দিয়ে একক ভাবে চালিত বিজেপি শাসিত রাজ্য ডাহা ফেল বলাই যায়। এটা প্রথম নয়, কখনও বাংলার বাড়ি, নির্মল বাংলা, কৃষিকর্মন পুরস্কার সবটাই কেন্দ্রের সরকারি দফতরের তরফে সুনাম দেয়। বঙ্গের বিভিন্ন প্রকল্পের সুনাম করে কেন্দ্রীয় সরকার।
কিন্তু কেন্দ্রের বিজেপি নেতারা রাজ্যে আসলেই ভোটের ইস্যুতে মিথ্যা বক্তব্য রাখে সকলের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন, ‘যেখানে দেশে বেকারত্ব বেড়েছে সেখানেই পশ্চিমবঙ্গে উল্টে ৪১ শতাংশ বেকারত্ব কমিয়েছে তৃণমূল সরকার।’