এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বেনজির, চলতি অর্থবর্ষে ১ লক্ষ মানুষ পেলেন স্বাস্থ্যসাথীর পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: বেশ বেনজির ঘটনা। একটি অর্থবর্ষে শুধুমাত্র ১টি জেলা থেকেই প্রায় ১ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথীর(Sasthasathi) পরিষেবা পেলেন। যে জেলায় এই ঘটনা ঘটেছে সেটি হল কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলা। চলতি অর্থবর্ষে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ৯০ হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী খাতে পরিষেবা পেয়েছেন। জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা মনে করছেন মার্চ মাসের মধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ এই জেলা থেকে স্বাস্থ্যসাথী খাতে পরিষেবা পাবেন। সেই হিসাবে দেখতে গেলে এই জেলা থেকে ২০২২-২৩ অর্থবর্ষে ১ লক্ষেরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী খাতে পরিষেবা পাচ্ছেন। এই ঘটনাকে তাঁরা রীতিমত বেনজির হিসাবেই চিহ্নিত করছেন। কেননা বাংলায় এই জেলা থেকেই সব থেকে বেশি অভিযোগ গিয়েছে যে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি(Private Hospitals and Nurshing Homes) স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তি করাচ্ছে না বা পরিষেবা দিচ্ছে না। তারপরেও লক্ষ মানুষ যে পরিষেবা পেয়েছেন এটাই অনেক।

আরও পড়ুন নিয়মের গেরোয় প্রায় ৪০ শতাংশ বেসরকারি বাস বন্ধ হওয়ার মুখে

জানা গিয়েছে, ২০২১-২২ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে ৮৯ হাজারের মতন মানুষ স্বাস্থ্যসাথী খাতে চিকিৎসা পরিষেবা নিয়েছিলেন। তার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল ১৩৫ কোটি টাকা। কিন্তু তার পরেও অভিযোগ উঠেছিল অনেকে স্বাস্থ্যসাথী কার্ড চেয়েও পাননি। সেই অভিযোগ গিয়েছিল জেলারই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) কানে। তিনি আবার বিষয়টি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। তারপরেই জেলা স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ অভিযান চালানো হয়। স্রেফ এই কার্ডের আবেদন নেওয়ার জন্যই শিবির করা হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দু’দফায় জেলার সব ব্লকেই এই কর্মসূচি গ্রহণ করে ২৫ হাজারের বেশি বাসিন্দাকে এই কার্ড তৈরি করে দিয়েছে প্রশাসন। এছাড়া ইউআরএল নম্বর আরও অনেকের তৈরি হয়ে গিয়েছে। এমন আরও ১০ হাজার আবেদনকারীর কার্ড তৈরি স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু এর পাশাপাশি স্বাস্থাসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা করাতে সমস্যা হচ্ছে– এমন অভিযোগ নিয়ে জেলার বহু বাসিন্দাই প্রশাসনের কাছে নালিশ করেছিলেন।

আরও পড়ুন ১৫ হাজার কোটিরও বেশি অর্থে BrahMos Missile কিনছে মোদি সরকার

যদিও জেলা স্বাস্থ্য দফতরের দাবি, গত অর্থবর্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য রাজ্য সরকার স্বাস্থ্যসাথী খাতে ১৩৫ কোটি টাকা খরচ করেছিল। এর মধ্যে সিংহভাগ টাকাই হাসপাতালগুলি পেয়ে গিয়েছে। তারপরেও এই জেলা থেকেই বার বার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি করাতে চাইছে না। তার জেরে ওই সব হাসপাতাল ও নার্সিংহোমেও অভিযান চালাতে হয়ে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। এই সব কারণেই তাঁদের ধারনা হয়েছিল চলতি অর্থবর্ষে এই জেলা থেকে স্বাস্থ্যসাথী খাতে কম লোকই চিকিৎসা পরিষেবা নেবেন। কিন্তু অর্থবর্ষ শেষের মুখে এসে তাঁরা দেখছেন ইতিমধ্যেই ৯০ হাজারেরও বেশি মানুষ চলতি অর্থবর্ষের ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করিয়ে ফেলেছেন। কেউ করিয়েছেন ক্যান্সারের চিকিৎসা। কারও জটিল অস্ত্রোপচারে কাজে লেগেছে কার্ডটি। শুধু তাই নয়, এই বছরে কেউ কেউ একাধিকবার এই সুবিধা নিয়েছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন বাংলার DA মামলা যেতে পারে সাংবিধানিক বেঞ্চে

যা অবস্থা তাতে দেখা যাচ্ছে মার্চ মাস অবধি ধরলে চলতি অর্থবর্ষে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকেই ১ লক্ষের বেশি মানুষ স্বাস্থ্যসাথী খাতে চিকিতসার পরিষেবা পেয়েছেন বা পাচ্ছেন। এর জন্য শুধু এই জেলার জন্যই চলতি আর্থিক বছরে রাজ্য সরকারের ১৩০ কোটি টাকার বেশি খরচ হবে। তার মধ্যে ১১০ কোটি টাকা হাসপাতালগুলিকে মিটিয়েও দেওয়া হয়েছে। জেলায় যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসার হার বাড়ছে, তা চলতি বছরের সংখ্যাই বলে দিচ্ছে। এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে জেলার বেসরকারি হাসপাতালগুলি কার্ড নিচ্ছে না, এমন অভিযোগের মধ্যেও যে হারে মানুষজন সুবিধা পেয়েছেন, তা এক প্রকার বেনজির বলেই তাই মনে করছেন জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল বিশেষ সিবিআই আদালত

অধিকারীদের জেলায় মমতার হানাদারি ১৬ মে, হলদিয়া-এগরায় সভা, কাঁথিতে রোড-শো

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর