এই মুহূর্তে

দুয়ারে সরকার শিবিরে মুকুব ১০ লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল

নিজস্ব প্রতিনিধি: এতদিন বাংলার(Bengal) মানুষজন রাজ্য সরকারের দুয়ারে সরকার(Duyare Sarkar) কর্মসূচিতে হাজির হতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা নানা আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পেতে। যার যা প্রয়োজন সেই বুঝে তাঁরা দুয়ারে সরকারের শিবিরে গিয়ে আবেদন জানাতেন। সেই আবেদনের ভিত্তিতে সরকারি আর্থ সামাজিক প্রকল্পের সুবিধা প্রদান করা হতো আবেদনকারীদের। দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রাজ্যের দুয়ারে সরকার শিবিরের সব থেকে বেশি মানুষ আবেদন জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar) ও স্বাস্থ্যসাথী কার্ডের(Sasthasathi Card) জন্য। এর পাশাপাশি আবেদন জমা পড়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রূপশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যত ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু, খাদ্যসাথী, বাংলা শস্য বিমা যোজনা, মৎস্যবন্ধু প্রকল্পগুলির জন্য। কিন্তু শুনলে চমকে যাবেন চলতি মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার শিবিরের যে আবেদন গ্রহণ করার কাজ চলছিল সেখানে বিদ্যুৎ বিল মুকুব করে দেওয়ার আবেদনও জমা পড়ে। সেই আবেদন আবার গ্রহণও হয়েছে। আর তার জেরে ১০ লক্ষ টাকারও বেশি বিদ্যুৎ বিল মুকুব হয়েছে।

আরও পড়ুন জাতীয় সড়কের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ চাপছে রাজ্যের ঘাড়ে

জানা গিয়েছে, রাজ্যের পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার কালনা মহকুমার পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট(Nadanghat) থানার চাঁপাহাটি এলাকায়। সেখানে একটি গভীর নলকূপ থেকে এলাকার শতাধিক চাষি তাঁদের ১৫০ বিঘের বেশি জমিতে সেচের জলের জোগান পেতেন। বেনিফিশিয়ারি কমিটির মাধ্যমে পাম্পটি  চলছিল। চাষিদের গড়িমসি ও অন্যান্য কারণে বছর ছয়েক ধরে প্রায় ১৮ লক্ষাধিক টাকার বিদ্যুতের বিল বাকি থাকায় বিদ্যুৎ দফতর সংযোগ কেটে দেয়। এই নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হতে থাকে এলাকার চাষাবাদ। তার মধ্যে চাষিরা ৫ লক্ষাধিক টাকার বকেয়া বিল মেটালেও বিদ্যুৎ সংযোগ ফিরে পাননি। চলতি মাসের ৯ এপ্রিল দুয়ারে সরকার শিবিরে বিদ্যুতের বিল মুকুবের জন্য পাম্পের বেনিফিশিয়ারি কমিটির পক্ষ থেকে আবেদন জানানো হয়। সেই কথা কানে যায় এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের(Swapan Debnath) কানে। তিনি আবার বিষয়টি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ বিলের দশ লক্ষাধিক টাকা মুকুব করে বিদ্যুৎ বন্টন কোম্পানি। সেই বিষয়টি আবার গত ১১ এপ্রিল দুয়ারে সরকার সহায়তা শিবির থেকে ওই কৃষকদের জানিয়ে দেওয়াও হয়।

আরও পড়ুন সংগঠনহীন বঙ্গ বিজেপির হাল দেখে ক্ষুব্ধ শাহ, কড়া বার্তা শুভেন্দুকে

এই ঘটনায় একদিকে যেমন সরকারের এই বদান্যতায় খুশি শতাধিক চাষি তেমনি স্বপনবাবু জানান, ‘দুয়ারে সরকার শিবির থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন বিদ্যুৎ দফতর কোম্পানির বিদ্যুৎ বিল মুকুব তার জ্বলন্ত দৃষ্টান্ত। সঠিক আবেদনে দ্রুত মিলছে ফল। আমাদের কর্মী ও দিদির দূতেরা বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের সুবিধা গ্রহণে শিবিরে আসার আহ্বান জানাচ্ছেন। এই শিবির থেকে সরকারি প্রকল্প সহ অন্যান্য বিষয়ে সাধারণ মানুষ ব্যাপক সহায়তা পাচ্ছেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

‘অমৃতা রায়কে দেখলে বোঝা যায় মেকলের উদ্ধৃতি কত দামী’, দাবি ব্রাত্যের

‘একসঙ্গে জ্বালাবে’ লিখে আত্মঘাতী দম্পতি

বিজেপিকে বিপাকে ফেলে জঙ্গলমহলের একাধিক আসনে প্রার্থী কুড়মিদের

শ্যামনগরে পুকুর ভরাট রুখতে ছুটে গেলেন বিএলআরও

ভোটের ডিউটি থেকে ছাড়, খাদ্য দফতরের আধিকারিকদের একাংশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর