এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আধার যোগ নেই ১ লক্ষ ৭০ হাজার স্বাস্থ্যসাথী কার্ডের

নিজস্ব প্রতিনিধি: আধার কার্ডের(Aadhar Card) সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের(Sasthasathi Card) লিঙ্ক থাকলে সহজেই পরিচয় সহ একাধিক তথ্য পাওয়া যায়। কিন্তু যদি সেই আধার যোগ না থাকে তাহলে কী হবে? অবশ্যই তথ্য পেতে নানান অসুবিধা হবে। এমনকি নির্দেশ দেওয়ার পরেও যদি স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার যোগ(Aadhar Link) না করা হয় তাহলে সেই কার্ড বাতিলও করে দেওয়া হতে পারে। স্বাস্থ্যভবন(Health Department) সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ লক্ষ ৭০ হাজার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার যোগ নেই। সেই কার্ডগুলিকে দ্রুত চিহ্নিত করে তা আধার যোগ করতে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু তার পরেও যদি তা না করা হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ড বাতিক করা হতে পারে। এখনই সেই পদক্ষেপ করা না হলেও আগামী দিনে তা করা হতে পারে। কেননা কেন্দ্র সরকারের নির্দেশ বাংলার সব আর্থসামাজিক প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ যেমন আব্যশক তেমনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্যও।  

আরও পড়ুন বিজেপির অন্দরে এবার মোদি-শাহ বিরোধী হাওয়া

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই যে ১ লক্ষ ৭০ হাজার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার যোগ না থাকার কথা বলা আছে তার পুরোটাই উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার। সেই জেলায় ৪ লক্ষের বেশি পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। সেই কার্ডের মধ্যে কারও স্বামী, ছেলেমেয়ের নাম রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সরকারি চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে রোগী ও তাঁর আত্মীয়রা নিজেদের নাম বা ঠিকানা সঠিক ভাবে বলতে পারেন না। রোগীর বয়স নিয়েও অনেক সময় নানা জটিলতা সৃষ্টি হয়। সে ক্ষেত্রে এই সরকারি পরিচয়পত্র থাকলে সমস্যার সমাধান হবে। তাই রাজ্য প্রশাসন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে নাম ধরে ধরে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে ওই সব স্বাস্থ্যসাথীর উপভোক্তারা দ্রুত আধার যোগ করিয়ে নেন। এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লক প্রশাসনের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তালিকা পাঠানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের তালিকায় থাকা উপভোক্তাদের এসে লিঙ্ক করার অনুরোধ করা হচ্ছে। যদিও যাঁদের লিঙ্ক নেই, আপাতত তাঁরা পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। আগামীতে লিঙ্ক না থাকলে কী হবে, সে বিষয়ে প্রশাসন পরিষ্কার করে কিছু বলতে পারছে না। প্রশাসনের তরফে লিঙ্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে।  

আরও পড়ুন কর্ণাটকে জিতেও মমতার কাছে ব্রাত্যই থেকে গেল কংগ্রেস

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্যসাথীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অতনু মণ্ডল জানিয়েছেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা এসেছে আধারের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের লিঙ্ক করানোর। বাংলা সহায়তা কেন্দ্রে বিনামূল্যে সেই লিঙ্ক করানো হচ্ছে। প্রতিটি ব্লকেই তালিকা পাঠিয়ে দিয়েছি। সেই তালিকায় নাম, ঠিকানা, ফোন নম্বর রয়েছে। দ্রুত লিঙ্ক করতে সবাইকে ফোন করে অনুরোধ করা হচ্ছে। প্রত্যেক বুথে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। উপভোক্তাদের ফোনও করা হচ্ছে। পাশাপাশি বাড়ি গিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে তাঁরা যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেন। স্বাস্থ্যসাথী কার্ডে যাতে কেউ কোনওভাবেই পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।’ জানা গিয়েছে, জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করার পর দক্ষিণ দিনাজপুর জেলার সব বাংলা সহায়তা কেন্দ্রে ভিড় উপচে পড়ছে। সেখানে বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের লিঙ্ক করানো হচ্ছে। এছাড়াও অনলাইনের মাধ্যমেও উপভোক্তারা তাঁদের আধারের সঙ্গে স্বাস্থ্যসাথীর কার্ড লিঙ্ক করা যাচ্ছে। এই লিঙ্ক থাকলে অনেক জটিল সমস্যার সমাধান হবে। ভবিষ্যতে যাতে এনিয়ে উপভোক্তাদের কোনও সমস্যায় পড়তে না হয়, সেজন্য প্রশাসনের তরফে লিঙ্ক করানোর ওপর জোর দেওয়া হচ্ছে।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর