এই মুহূর্তে




চৈত্র সংক্রান্তি উপলক্ষে মিড ডে মিলে ক্ষুদেরা পেল ভিন্ন স্বাদের খাবার

নিজস্ব প্রতিনিধি: গরম ভাতের সঙ্গে আম দিয়ে টক মটর ডাল। সেই সঙ্গে উচ্ছে ও বেগুন কুচি-কুচি করে ভাজা, আর শেষ পাতে কাবলি ছোলার ঘুগনি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে এটাই ছিল বারোঘরিয়া স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের মেনু। ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত এই স্কুলের পড়ুয়ারা বেশির ভাগ অত্যন্ত নিম্ন আয় সম্পন্ন পরিবারের। যেই পরিবারগুলির পক্ষে ভিন্ন স্বাদের খাবার সন্তানদের মুখে তুলে দেওয়া কার্যত অসম্ভব। সেই জন্য স্কুলের পক্ষ থেকেই মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের খাবার মি ডে মিলে খাওয়ানো হয়ে থাকে। চৈত্র সংক্রান্তিতেও তার ব্যাতিক্রম হল না। আর নতুন ধরনের খাবার পেয়ে বেশ চেটেপুটেই খেল দিনমজুর পরিবারের সন্তানেরা।

জলপাইগুড়ির প্রাথমিক স্কুলগুলির মধ্যে অভিনব মিড ডে মিল বানিয়ে ইতিমধ্যে অভিভাবক ও প্রশাসনিক মহলে সারা ফেলে দিয়েছে বারোঘরিয়া স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়। আগামীকাল চৈত্র সংক্রান্তি, তাই স্কুল বন্ধ থাকবে। তাই চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন ক্ষুদেদের জন্য অন্যরকম মিড ডে মিল আয়োজন করল স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষারত্ন জয় বসাকের উদ্যোগে এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় এই মিড ডে মিল খেয়ে খুব খুশি পড়ুয়ারা।

স্কুলের ছাত্রী সুষ্মিতা রায় প্রধান মিড ডে মিল খাওয়ার জানায়, ‘আজ মিড ডে মিলে আমরা গরম ভাতের সঙ্গে টক ডাল, বেগুন ভাজা, করলা ভাজা, আর কাবলি ছোলার ঘুগনি খেলাম। এগুলো আমাদের খুবই ভালো লেগেছে’। পাশাপাশি, শিক্ষারত্ন জয় বসাক জানান যে , ‘আমরা মাঝে মধ্যেই মিড ডে মিলে কিছু অন্য রকম করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের ভালা লাগে। সেই সঙ্গে আমাদের পরম্পরা সম্পর্কে ধারনা দেওয়ার জন্য আমরা সচেষ্ট। আগামীকাল যেহেতু চৈত্র সংক্রান্তি তাই এই মিড-ডে-মিলের আয়োজন করা হয়েছে’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নবদ্বীপ যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা ,ভাঙা হল ৩টি গাড়ি

বিএলও’রা শুধরে যান, না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

চাঁদ সওদাগরের ডিঙি মেলায় জনসমাগম , সীমান্তে ঐতিহ্যের টানে উৎসবের রঙ

BLO নিয়োগ করে নির্বাচন কমিশন, সেখানে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ খাটে না ,দাবি চন্দ্রিমার

SIR না করলে সূর্য কি পশ্চিমে উঠতো, প্রশ্ন জ্যোতিপ্রিয় মল্লিকের

নিজের হাতেই বিএলওর কাছ থেকে এসআইআরের ফর্ম নিলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ