এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১৫০টি অভিযোগ, বিদ্যুতের বিরুদ্ধে পদক্ষেপ রাষ্ট্রপতির

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বার বার আবেদন, নিবেদন, জানানোর পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেননি দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of India) তথা পদাধিকারবলে আচার্য নরেন্দ্র মোদি(Narendra Modi)। কিন্তু পদক্ষেপ করলেন দেশের রাষ্ট্রপতি(President of India) দ্রৌপদী মূর্মু(Draupadi Murmu)। কেননা তিনিও পদাধিকারবলে পরিদর্শক। আর তাই হাতগুটিয়ে বসে থাকলেন না তিনি। নির্দেশ দিলেন খোদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে(Union Ministry of Human Resource Development)। নজরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswabharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakrabarty)। কেননা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু, যিনি পদাধিকারবলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক, তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে নির্দেশ দিয়েছেন বিদ্যুতের বিরুদ্ধে এত অভিযোগ কেন উঠছে সেটা খতিয়ে দেখতে। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের বিরুদ্ধে গত সাড়ে ৪ বছরে ১৫০টি অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি পদাধিকারবলে বিশ্বভারতীর আচার্য, তাঁর কাছেও বিদ্যুতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়লেও তিনি কিছুই করেননি।

প্রায় পাঁচ বছর আগে বিশ্বভারতীর উপাচার্য পদে দায়িত্ব নেন বিদ্যুৎ চক্রবর্তী। কিছু কাল পর থেকে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন আশ্রমিক থেকে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মী-অধিকারিকদের একাংশ। প্রথম বিরোধ শুরু হয় ঐতিহ্যবাহী পৌষমেলাকে কেন্দ্র করে। বোলপুরের ব্যবসায়ী সমিতির সঙ্গে রীতিমতো ঠান্ডা লড়াই শুরু হয়। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে, শান্তিনিকেতন থানায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রাজ্যের শাসকদলের সঙ্গেও নানা কারণে দূরত্ব তৈরি হয়। জানা গিয়েছে, বর্তমান উপাচার্যের সাড়ে চার বছরের সময়কালে কমপক্ষে ১৫০টি মামলা হয়েছে৷ বোলপুর মহকুমা আদালত, সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের চলছে সেই সমস্ত মামলা। এর মধ্যে রয়েছে, পৌষমেলার মাঠ ঘেরা নিয়ে বিতর্ক, ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য, পৌষমেলা বন্ধ করা, অধ্যাপককে জাতিবিদ্বেষ মূলক মন্তব্য, অমর্ত্য সেনকে তীর্যক ভাষায় আক্রমণ, গবেষক ছাত্রীকে নিরাপত্তারক্ষী দিয়ে হেনস্থা-সহ নানা অভিযোগ। একের পর এক ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রপতির কাছেও৷ এরপরেই নড়েচড়ে বসে রাষ্ট্রপতি ভবন। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন থেকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, এই প্রসঙ্গে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় কোন মন্তব্য করতে চাননি। তবে অনেকেই মনে করছেন, রাষ্ট্রপতি ভবনের নির্দেশের জেরে এখন আর বিদ্যুতের বিরুদ্ধে হাত গুটিয়ে বসে থাকতে পারবে না কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এমনিতেই চলতি বছরের নভেম্বর মাসেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বিদ্যুতের মেয়াদ শেষ হওয়ার কথা। এখন বিজেপি সূত্রেই জানা গিয়েছে, বিতর্ক এড়াতে হয়তো তার আগেই বিদ্যুৎকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের

তীব্র দাবদহে নদীয়ার এঁচোড় দেদার রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

সেলিম কাঁটা উপড়ে ফেলে মুর্শিদাবাদ ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

আত্মগোপন করে থাকা বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার পুলিশের

‘২০১১-র আগে কোথায় ছিলে মা?’ পান্ডুয়া থেকে লকেটকে নিশানা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর