মুখ্যমন্ত্রীর হাত ধরে ৭৩৫ কোটি টাকার প্রকল্পের পাচ্ছে পূর্ব মেদিনীপুর

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

1st April 2023 9:57 am | Last Update 1st April 2023 10:02 am

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ৩ এপ্রিল তাঁর সেই সফর শুরু হবে। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে এই সফরে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার মোট ৪৫৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। ৪৭৪কোটি ৯৭লক্ষ টাকা ব্যয়ে ওইসব প্রকল্পের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়াও ২৬০কোটি টাকা ব্যয়ে আরও ৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলা ৭৩৫ কোটি টাকার প্রকল্প পেতে চলেছে।  

আরও পড়ুন বুথে বুথে শুরু দুয়ারে সরকার, থাকছে Complain Box

এখনও পর্যন্ত ঠিক হয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে মুখ্যমন্ত্রীর ৪ দিনের জেলা সফর শুরু হবে। প্রথমদিন তিনি খেজুরি-১ ব্লকের ঠাকুরনগর(Thakurnagar Khejuri) মাঠে সরকারি সভা থেকে পরিষেবা প্রদান করবেন। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে ৫০জনকে পরিষেবা তুলে দেবেন। ওইদিন ১৮হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে। ৩ তারিখ থেকে পর্যায়ক্রমে মোট ২লক্ষ ৯৮হাজার মানুষকে পরিষেবা দেওয়া হবে বলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন। ঠাকুরনগরে সভা শেষে মুখ্যমন্ত্রী দিঘায়(Digha) চলে যাবেন। ৬ তারিখ তিনি দিঘা থেকে কলকাতায় ফিরে যাবেন। ৪ তারিখ দিঘায় থাকছে দলের সভা। সেই সভায় মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে সকলেই তাকিয়ে থাকবেন।

আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে হবে মিউটেশন ক্যাম্প: ফিরহাদ

দিঘার ওই সভায় ১ লক্ষ মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা তৃণমূল(TMC) নেতৃত্ব। দলের জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিটি বুথ থেকে ১৫ জন কর্মীকে সভায় উপস্থিত করানো হবে। তাঁরা যাতে উপস্থিত হন সেই দায়িত্ব নিতে হবে ব্লক সভাপতিদের। সেইসঙ্গে যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা ও শ্রমিক সংগঠনকেও গুরুত্ব নিয়ে কাজ করতে হবে। জমায়তের লক্ষ্যমাত্রা ১ লক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

624
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like