এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

TMC বিধায়কের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: আদিবাসীদের(Tribal People) জমি জোর করে হাতিয়ে নেওয়ার পাশাপাশি কোটি কোটি টাকা আদিবাসীদের নামে ঋণ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করা হচ্ছে বলে চলতি বছরের প্রথমদিকেই একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন ঝাড়গ্রাম(Jhargram) জেলার গোপীবল্লভপুরের(Gopiballavpur) তৃণমূল বিধায়ক(TMC MLA) ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো(Dr. Khagendra Nath Mahato)। এবার সেই বেসরকারি সংস্থাই খগেন্দ্রনাথবাবুর বিরুদ্ধে ১২টি বিষয়কে সামনে রেখে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) ১০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকেছে। শুক্রবার মামলাটি কলকাতা হাইকোর্ট গ্রহণও করেছে তবে সেই মামলার শুনানি কবে থেকে হবে তা অবশ্য জানা যায়নি। ঘটনার জেরে কার্যত মুখে কুলুল এঁটেছেন বিধায়ক নিজে ও শাসক দলের ছোট বড় মেজ সব নেতারাই।

আরও পড়ুন Degree আছে, কিন্তু College নেই, তাজ্জব খোদ ED

ঠিক কী হয়েছে? চলতি বছরের জানুয়ারি মাসে গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো ৬ নম্বর জাতীয় সড়কের ওপর লোধাশুলির কাছে হেনস্থার শিকার হন। সেদিন জাতীয় সড়কের ওপর তাঁর গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল কয়েকজন মোটরসাইকেল আরোহী । অভিযোগ, বিধায়কের গাড়ি আটকে বিধায়কের আপ্তসহায়ককে মারধর করা হয। সেই ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন বেশ কয়েকজন। ওই ঘটনার পরের দিন সন্ধ্যাবেলায় বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, জিতুশোলে অবস্থিত স্পঞ্জ- আয়রন কারখানার কর্তৃপক্ষ জোড়পূর্বক সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছে। ST ও SC’দের জমিও জোর করে নিয়ে নিচ্ছে কারখানার কর্তৃপক্ষ। ST ও SC’দের কোম্পানির ডিরেক্টর বানিয়ে জমি হাতিয়ে নিচ্ছে স্পঞ্জ আয়রন কারখানা। সেই জমির নথি বিভিন্ন ব্যাঙ্কে দেখিয়ে কোটি কোটি টাকা লোন নিচ্ছে এবং সেই টাকা বিদেশে পাচার করছে। জমির নথি দেখিয়ে যে লোন নেওয়া হচ্ছে, সেই লোন এলাকার সাধারণ মানুষের নামেই রয়ে যাচ্ছে। জঙ্গলমহলের মানুষগুলিকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই বেসরকারি সংস্থার কর্তারা। খগেন্দ্রনাথ মাহাতো এলাকার মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘আপনারা কেউ ভয় পাবেন না স্থানীয় প্রশাসন এই বিষয়টি দেখছে।’

আরও পড়ুন মমতার বাংলাকে শিক্ষাক্ষেত্রে ২৬৫০ কোটি দিলেন মোদি

এই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে জিতুশোলে অবস্থিত ওই স্পঞ্জ- আয়রন কারখানার কর্তৃপক্ষ রশ্মি গ্রুপ অফ কোম্পানির আর্থিক ক্ষতি হয় বলে দাবি করা হয় এবং কোম্পানির নাম ও কর্ণধারের নামে বিভিন্ন জায়গায় কুৎসা রটানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরেই বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানীর ক্ষতিপূরণ সহ মোট ১২টি বিষয়কে সামনে রেখে মামলা করে ওই বেসরকারি সংস্থা। এই বিষয়ে রশ্মি গ্রুপ অফ কোম্পানির(Rashmi Group of Companies) ডিরেক্টর শুভেন্দু বিশ্বাস জানিয়েছেন, ‘মাননীয় বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মহাতোকে আমরা সব সময় সম্মান দিয়ে কাজ করে থাকি। বিধায়ক বারে বারে আমাদের কোম্পানির বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাছে বিভিন্ন মন্তব্য করেছেন। যার ফলে কোম্পানির ব্যাপক ক্ষতি হয়েছে। মালিকপক্ষের নামও খারাপ হয়েছে বিভিন্ন স্তরে। তাই ওনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।’ আর খোদ শাসকদলের বিধায়কের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলাজুড়েই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

বন্ধ তোতাপাড়া চা বাগান, মে দিবসের দিন কাজ গেল ৮৫০ চা শ্রমিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর