এই মুহূর্তে




মালদার রতুয়াতে দিনে দুপুরে বালি পাচার চক্র সক্রিয়, হুঁশ নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলিবোঝাই বালি। এই বালিপাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার। জানা গিয়েছে, রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহর নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি। সেই বালি(Sand) ট্র্যাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।কাহালার স্থানীয় বাসিন্দা শেখ সিন্টু বলেন, ‘বিগত কয়েকদিন ধরে ফুলহর নদী থেকে বালি খনন করা হচ্ছে। প্রায় ৮-১০ ফিট গর্ত করে বালি খনন করা হচ্ছে। এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশেই রয়েছে আর্সেনিক জলের প্লান্ট এবং নদী বাঁধ। দুটোই ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্থানীয় তৃণমূল নেতা রাজু সিংহ ট্রলি পিছু ১০০ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ। অবৈধ বালিপাচার বন্ধ করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।’

রতুয়া(Ratua)-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাজু সিংহ বলেন, ‘আমাদের কাহালা আসুটোলা থেকে বাহারাল পর্যন্ত তিন কিমি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে। ফুলহর নদী সংলগ্ন এলাকায় জমিতে প্রচুর পরিমাণে বালি জমে যায়। এর ফলে জমির মালিকেরা জমিতে তারা চাষবাস করতে পারে না। সেই জমির উপরের বালি অংশটা তাদেরকে কেটে ফেলতে হয়। এই পথশ্রী প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার জমির মালিকের কাছে ন্যায্যমূল্য দিয়ে এবং সরকারি খাজনা কেটে বালি কিনে নিচ্ছেন। আমি কোনওভাবেই এই কাজে যুক্ত নই। কারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তা আমার জানা নেই। এতে অন্য দলের উস্কানি থাকতে পারে তৃণমূলকে বদনাম করার জন্য।’

এবিষয়ে রতুয়া-১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বলেন, মাটি কাটার পূর্বে নির্ধারিত একদিন আগে ভূমি ও ভূমি দপ্তরে আবেদন করতে হবে সঙ্গে দিতে হবে জমির মালিকের সম্মতিপত্র এবং যেখান থেকে মাটি তোলা হবে এবং যেখানে মাটি ফেলা হবে উক্ত জমির তফসিল। এখন অনলাইনের মাধ্যমে চালান কাটতে হয়। তবে আমাদের কাছে বালি কাটার জন্য কাহালা অঞ্চল থেকে কোনও আবেদন জমা পড়েনি। নদী, ব্রিজ এবং বাঁধ সংলগ্ন এলাকা থেকে কোনওমতেই বালি এবং মাটি খনন করা যাবে না। এটা আইনত অপরাধ। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছি।দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল বলেন, সর্বত্রই দুর্নীতিবাজ। আগেই বলেছি কয়লা চোর গরু চোর ত্রিফল চোর গঙ্গা ভাঙন রোধ করতে অপারক। তারা রতুয়ার শিবপুরে দিন দুপুরে প্রশাসনের মদতে, স্থানীয় তৃণমূল নেতার মদতে ডাক্তারি করে টলি টলি বালি পাচার করছে। পথে সিন্ডিকেটরা কথা বলে রেখেছে। অতএব এর কিছু করার নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দেব, নিজস্ব লোকেদের দিয়ে উত্তরবঙ্গে ত্রাণ বিলি ‘রঘু ডাকাতের”

কেন বাতিল করা হয়নি কার্নিভালের অনুষ্ঠান, বিরোধীদের প্রশ্নের সপাটে জবাব মুখ্যমন্ত্রীর

আগাম সতর্কতার জন্য বড় দুর্যোগ এড়ানো গিয়েছে, উত্তরকন্যায় জানালেন মুখ্য়মন্ত্রী

ভারী বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, পড়ুয়াদের সুরক্ষার্থে বন্ধ ৭০০-র বেশি স্কুলের পঠনপাঠন, কবে খুলবে?

আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

প্রাণের মায়া তুচ্ছ করে গর্ভবতীকে উদ্ধার করলেন বামনডাঙার BMOH

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ