এই মুহূর্তে




কলম্বো-চেন্নাই এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা, তারপর যা হল…

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই কাটছে না এয়ার ইন্ডিয়ার মাথা থেকে বিপদের খাঁড়া। মঙ্গলবার কলম্বো থেকে চেন্নাইগামী ১৫৮ জন যাত্রী নিয়ে সফর করা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে পাখির ধাক্কা লাগে। চেন্নাই বিমানবন্দরে বিমানটি অবতরণের পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পাখির ধাক্কা শনাক্ত হওয়ার পর, বিমানটিকে তৎক্ষণাৎ পরীক্ষার জন্য জন্য গ্রাউন্ডেড করা হয়। 

জানা গিয়েছে পাখির ধাক্কা লাগলেও বিমানের বা বিমানে থাকা কোনও যাত্রীর ক্ষতি হয়নি। সকলেই নিরাপদের অবতরণ করেছেন। ওই বিমানের ফেরার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। তারপরেই বিমান সংস্থাটি বিমানটির কলম্বোতে ফেরার যাত্রা বাতিল করে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান সংস্থা একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে। অন্য একটি বিমান ১৩৭ জন যাত্রীকে কলম্বোতে ফিরিয়ে নিয়ে যায় বলেই কর্মকর্তারা জানিয়েছেন। 

এই ঘটনার ঠিক আগেই অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান অবতরণের সময় রাম এয়ার টারবাইন (RAT) চালু করে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।   মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ার কয়েকদিন পর এই ঘটনাটি ঘটেছে।  ডিজিসিএ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। ডিজিসিএ জানিয়েছে, বিমানটি যখন ৪০০ ফুট উচ্চতায় থেকে অবতরণের কথা ছিল তখনই আরএটি স্থাপন করা হয়েছিল।  জানা গিয়েছে শনিবার RAT মোতায়েনের পরেও, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী এবং ক্রু অক্ষত  ছিল। তবে এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার নিরাপত্তা ত্রুটি যাত্রীদের ভাবাচ্ছে। আহমেদাবাদের দুর্ঘটনার পর একাধিক ঘটনা সামনে আসার পর থেকে  অনেকেই এই সংস্থার বিমানযাত্রা এড়িয়েও চলেছেন।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেশ জুড়ে নাশকতা চালানোর আগেই মোদির রাজ্যে পাকড়াও ৩ আইএস সন্ত্রাসী

মদের নেশায় চুর‌ হয়ে নিজের ৬ বছরের কন্যাকে ধর্ষণ নরপিশাচ বাবার

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, কম্পনমাত্রা ৫.৪

জালিয়াতি মামলায় পলাতক মেহুল চোকসির সম্পত্তি নিলামের অনুমোদন আদালতের, মূল্য জানেন?

অপহরণ ও ধর্ষণের অভিযোগে তিনবারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দায়ের পকসো মামলা

বারাণসীতে মোদির সফরের মধ্যেই  আরপিএফের জওয়ানের সঙ্গে হাতাহাতি বিজেপি বিধায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ