এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কথা দিয়ে কথা রেখেছেন অভিষেক, খুশ রূপনারায়ণপুর

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের(TMC) নবজোয়ার কর্মসূচীতে বেড়িয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই সময় তাঁর পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার আসানসোল মহকুমার সালানপুর(Salanpur) ব্লকের রূপনারায়ণপুরে(Rupnarayanpur) বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্থান কেবলসের পরিত্যক্ত টাউনশিপে একদিন রাত্রিবাস করার কথা ছিল। যদিও শেষ মুহুর্তে তা বাতিল হয়। পরিবর্তে করেছিলেন রোডশো। সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্ধ হয়ে যাওয়া কারখানায়(Hindustan Cables Factory) ফের নতুন করে শিল্প গড়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করবেন। বিশ্বকর্মা পুজোর আবহে অভিষেকের সেই প্রচেষ্টা বাস্তবে রূপ পাওয়ায় এখন বেশ খুশির চেহারা ধরা পড়ছে রূপনারায়ণপুরে। সেখানকার বাসিন্দারা এখন বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যদি বন্ধ কারখানাকে অভিষেক আবারও প্রাণচঞ্চল করে তুলতে পারেন।

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, গত শুক্রবার একদম নিঃশব্দে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা হিন্দুস্তান কেব্‌লসের জমি পরিদর্শন করে যান রাজ্যের ভূমি সচিব স্মারকি মহাপাত্র। ওই দিন দুপুরে সালানপুরে এসেছিলেন স্মারকি। তার পরে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ কারখানার অব্যবহৃত, পরিত্যক্ত জমি পরিদর্শন করেন। আসানসোল সার্কিট হাউসে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। সূত্রের খবর, ভূমি সচিব কেন্দ্রীয় ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেছিলেন। যদিও সেই বৈঠক নিয়ে তিনি সংবাদমাধ্যমকে কিছু জানাননি।

২০১৭ সালে হিন্দুস্থান কেবলসের কারখানা বন্ধ হয়ে যায়। তার জেরে বিস্তীর্ণ অঞ্চলের অর্থনীতিও ধাক্কা খেয়েছে। কারখানা বন্ধের পরে থেকেই অ্যবহৃত ও পরিত্যক্ত জমিতে নতুন শিল্প তৈরির জন্য দাবি জানাচ্ছেন এলাকাবাসী থেকে বিভিন্ন শ্রমিক ও বণিক সংগঠনের প্রতিনিধিরা। গত সাত বছরে এলাকার আর্থিক পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়ালেও নতুন শিল্প স্থাপনের দাবি এখনও রয়েছে।

অভিষেক রূপনারায়ণপুর নিয়ে নতুন স্বপ্ন দেখানো শুরু করেছিলেন তাঁর নবজোয়ার কর্মসূচীতে। এখন রূপনারায়ণপুরবাসীর ধারনা হিন্দুস্থান কেবলসের বন্ধ কারখানা ও পরিত্যক্ত জমিতে নতুন শিল্পস্থাপন করা যায় কিনা তা খতিয়ে দেখতেই রাজ্যের ভূমি সচিব নিঃশব্দে ওই এলাকা পরিদর্শন করে গিয়েছেন। অভিষেকের জন্যই যে সেই পদক্ষেপ করা হয়েছে সেটাও মনে করছেন রূপনারায়ণপুরবাসী। বিশ্বকর্মা পুজোর আগে বন্ধ কারখানার জমি পরিদর্শন কার্যত নতুন শিল্প স্থাপনের ইঙ্গিত বলেই এখন দাবি করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। রাজ্য শিল্প স্থাপন করলে, তাকে স্বাগত জানানোর কথা জানিয়েছে CITU-ও।

এই বিষয়ে INTTUC’র জেলা সভাপতি অভিজিৎ ঘটকের দাবি, ‘কেন্দ্র এখানে কারখানা গড়বে না। এই জমি রাজ্য সরকারের। তাই আমরা সেই জমি ফিরিয়ে নিয়ে সেখানে নতুন শিল্প গড়ার দাবি জানিয়েছি। আমাদের দাবিপূরণ করতে রাজ্য যে উদ্যোগী, ভূমি সচিবের জমি পরিদর্শনে তার স্পষ্ট ইঙ্গিত। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ দেব তিনি কথা রাখায়।’ তৃণমূল বিরোধী হলেও গোটা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন CITU’র জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরীও। তাঁর বক্তব্য, ‘হিন্দুস্থান কেব্‌লসের জমি দখলের কথা আমরা রাজ্যকে জানিয়েছিলাম। কারখানার জমিতে কারখানা করার দাবি আমাদেরও। ভূমি সচিব পরিদর্শনের আসার পরে সে বিষয়ে যদি রাজ্য ইঙ্গিত করে থাকে, তা হলে তা ভালই। বছর তিনেক আগে এই জমি অধিগ্রহণ করে শিল্প স্থাপনের পরিকল্পনা নিয়েছিল প্রতীরক্ষা মন্ত্রক। তা বাস্তবায়িত হয়নি। এখন সত্যিই নতুন শিল্প স্থাপন হলে, এলাকার অর্থনীতি বাঁচবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

প্রচারে বেরিয়ে অন্য ভুমিকায় দেখা গেল বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থীকে  

‘INDIA জোটকে সঙ্গে নিয়ে মোদিকে তাড়াবোই, বিজেপিকে উৎখাত করবোই’, হুঙ্কার মমতার

আগামী দু-তিন পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি মৌসম ভবনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর