এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বড়সড় দুর্ঘটনা সেবক-রংপো রেল প্রকল্পে, মাটি চাপা পড়ে মৃত ২

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: পশ্চিমবঙ্গ থেকে রেলপথ সিকিম পর্যন্ত পৌঁছে দিতে বধ্যপরিকর রেল মন্ত্রক। সেই মতো এগোচ্ছে কাজও। সিকিমকে রেলপথে জুড়তে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল। নির্মিয়মান এই প্রকল্পেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায় ওই শ্রমিকরা। অন্যান্য শ্রমিকরা কোনওমতে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত দুই শ্রমিকদের নাম সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও (২৫), প্রত্যেকেই ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা।

রেল সূত্রে খবর, কালিম্পঙ জেলার অধীন কালিখোলা এলাকায় একটি সেতু তৈরির কাজ চলছে। সেখানেই শ্রমিকরা আচমকা মাটি চাপা পড়ে যায়। খবর পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে রেলের আধিকারিকরা এবং কাজের বরাতপ্রাপ্ত রেলের সহযোগী সংস্থা ইরকনের কর্ণধার ঘটনাস্থলে পৌঁছে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রেল কর্তৃপক্ষ আলাদাভাবে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পে এটাই প্রথম ঘটনা নয়। এর আগে গত ১৮ জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। কেন বার বার দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের? ইতিমধ্যেই রেলের গাফিলতির অভিযোগে সরব হয়েছে শ্রমিকরা।

উল্লেখ্য, রেলপথে সিকিমকে জুড়তে ২০২০ সালে নির্মানকাজ শুরু হয়। পাহাড়ি এলাকায় ট্রেন ছোটাতে গোটা রেলপথে ১৪টি টানেল এবং বেশ কয়েকটি ছোট-বড় ব্রিজ তৈরি হচ্ছে। মোট ৪৪ কিলোমিটার রেল পথের মধ্যে ৪১ কিলোমিটার পশ্চিমবঙ্গ ও সাড়ে তিন কিলোমিটার সিকিমের অধীনে থাকবে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি, আগামিদিনে রংপো থেকেও রেললাইন আরও এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বহরমপুরে অধীররাজ ঘোচাতে বদ্ধপরিকর তৃণমূল, ভরসা পাঠানবাজি

রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল

দাদা ইউসুফের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাই ইরফান

সন্দেশখালিকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

‘পরিসংখ্যানের লড়াই হোক, শ্বেতপত্র প্রকাশ করুন’, মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর