এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুরু হল ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের রাজ্যে প্র্যাকটিক্যালের কাউন্সেলিং

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রাজ্যে ফেরত আসা ডাক্তারি পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাস করানোর কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে অবজার্ভারশিপ করার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল আগেই। এবার শুরু হল কাউন্সেলিং প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজে চলছে আবেদন প্রক্রিয়া। জুন মাস থেকে শুরু হবে প্রাকটিক্যাল ক্লাস। উল্লেখ্য, ইউক্রেনের বিভিন্ন মেডিক্যাল কলেজে চলছে অনলাইন ক্লাস।

ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে কেন্দ্র ছিল উদাসীন। তবে উদ্যোগ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্য থেকে বিভিন্ন বর্ষের ৩৩৪ জন ডাক্তারি পড়ুয়া অংশগ্রহণ করেছেন কাউন্সেলিংয়ে। শুরু হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য কাউন্সেলিং, ভেরিফিকেশন এবং বায়োডাটা জমা নেওয়া। রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের সঙ্গেই তাঁরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন। উল্লেখ্য, এই সমস্ত ছাত্ররা ইউক্রেনের মেডিক্যাল কলেজে অনলাইন ক্লাস করছে। ডাক্তারি পড়ুয়াদের অনুমান, আগামী ১ বছরের মধ্যেই ইউক্রেন ফিরে যাওয়া সম্ভব হবে না। রাজ্যের অবজার্ভারশিপের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা।

উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে প্রাণ বাঁচাতে কোনওক্রমে দেশে ফিরে এসেছিলেন পড়ুয়ারা। মুখ ফিরিয়েছিল কেন্দ্র। তবে মানবিকতার পরিচয় দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মুখে তখন পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঘোষণা করেছিলেন, ন্যাশানাল মেডিক্যাল কমিশন (NMC) ছাড়পত্র না দেওয়ার জন্য ওই ছাত্র- ছাত্রীদের এমবিবিএস কোর্সে এখানে সামিল করা না গেলেও তাঁদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাস (Practical Class) করার ব্যবস্থা করা হবে সরকারি মেডিক্যাল কলেজে। সম্প্রতি জারি করা হয়েছিল সেই বিজ্ঞাপন। আপ্লুত হয়েছিলেন দেশে ফেরত পড়ুয়ারা।

বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। বলা হয়েছিল, বাংলার সরকারি মেডিক্যাল কলেজগুলিতে প্র্যাকটিক্যাল ক্লাস পর্যবেক্ষণ করতে পারবেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা। আবেদন জানানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আবেদন জানাতে পারবেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমবর্ষের পড়ুয়ারা।

বিজ্ঞাপনে জানানো হয়েছিল, দন্ত চিকিৎসা বিভাগের পড়ুয়ারাও সরকারি মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণ করার জন্য আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, ইউক্রেন থেকে ফেরত ৪০৯ জন এমবিবিএস পড়ুয়ার মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষের পড়ুয়া ৩০৭ জন। এঁদের প্রত্যেক জনকে ১৫- ২০ জনের দল করে প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ দেওয়া হবে। প্রসঙ্গত, ইউক্রেন ফেরত পড়ুয়ারা এখন অনলাইনে ইউক্রেনে ক্লাস করছেন। সেখান থেকেই দেওয়া হবে ডাক্তারি ডিগ্রি। এই পঠনপাঠনেই সাহায্য করছে রাজ্যসরকার। নবান্নে জেলাশাসক এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ইউক্রেন ফেরত পড়ুয়াদের যেন কোনও সমস্যা না হয়, তা দেখার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর আধিকারিকরা

লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করে নববারাকপুরে ঘরে ঘরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য

প্রতিহিংসা !পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা

শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

সিএএতে আবেদন করলে ভোটের পরে জেলে ভরে দেবে, দাবি মমতার

দুর্গাপুরের কারখানায় পাঁচিল ভেঙে মৃত ২ শ্রমিক, আহত আরও ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর