এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপি নেতারই কিনা ঘর ভাঙছেন সৌমিত্র, বলেন কী সুজাতা

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তিনি নাকি দলেরই এক নেতার ঘর-সংসার ভেঙে দিচ্ছেন। দলেরই নেতার বউয়ের সঙ্গে প্রেম করছেন, লিভ টু গেদারে আছেন। বউয়ের সঙ্গে ডিভোর্স পালা শেষ হওয়ার আগেই কিনা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। স্বামীর জীবনে একের পর এক নারীর আগমন। আর তার জেরেই নাকি যাবতীয় অশান্তি, অত্যাচার, বিবাদ ও শেষ এই বিচ্ছেদ পালা। দাবি তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল(Sujata Mondol)। তাঁর এহেন বিস্ফোরক অভিযোগ স্বামী তথা বিষ্ণুপুর(Bishnupur) লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ(BJP MP) সৌমিত্র খাঁয়ের(Soumitra Khan) বিরুদ্ধে। শুক্রবার বাঁকুড়া(Bankura) জেলা আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে হাজির থেকে সৌমিত্র খাঁ’র সঙ্গে তাঁর সম্পর্ক নষ্টের পিছনে এই সব অভিযোগই সামনে আনেন সুজাতা।

আরও পড়ুন পার্থ-অর্পিতা-কুন্তল ত্রিকোন সম্পর্ক আর ১০০টা গাড়ি

ঠিক কী বলেছেন সুজাতা? সৌমিত্র ঘরণীর দাবি, স্বামী ও স্ত্রীর মধ্যে তৃতীয় নারীর প্রবেশ কোনও স্ত্রীই মেনে নিতে পারবেন না। তিনিও পারেননি। বিয়ের পরেই বুঝতে পারেন সৌমিত্রের জীবনে একাধিক নারী আছে। তাঁদের মধ্যে আবার কয়েকজন নাকি বিজেপিরই নেত্রী বা কর্মী। তিনি এই সব সম্পর্ক মেনে নিতে পারেননি বলেই নাকি বিয়ের পর থেকেই অ‌ত‌্যাচারিত হয়ে আসছিলেন তিনি। সৌমিত্র তাঁকে বিয়ে করার পর থেকেই অকথ‌্য অত‌্যাচার শুরু করেন। শুধু তাই নয়, সৌমিত্র দলেরই এক নেতার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী-স্ত্রীর সম্পর্কে শুধু ফাটল ধরানোই নয়, কার্যত সেই সম্পর্কই তাঁদের সম্পর্ককে বিচ্ছেদের পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু কে সেই নারী? এই প্রসঙ্গে সুজাতা তৃতীয় ওই মহিলার নাম বলেলনি। তাঁর অভিযোগ, ‘ওই মহিলা শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির স্ত্রী। তার সঙ্গেই সৌমিত্র বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।’

আরও পড়ুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির টাকা খুঁজছে নবান্ন

সুজাতার এমন বিস্ফোরক অভিযোগ স্বীকার না করলেও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’র মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ। তাঁর দাবি, ‘জীবন থেমে থাকে না। জীবন বয়ে যায় নদীর জলের মতো। কার কী অভিযোগ রয়েছে তা দেখে আমার লাভ নেই। ব‌্যক্তিগত বিষয় নিয়ে কে, কী বলল তাতে কিছু যায় আসে না। বিষ্ণুপুর লোকসভা নিয়ে কাজ করছি, এটাই মোদ্দা কথা।’ জানা গিয়েছে, সুজাতা ও সৌমিত্রের বিয়ে হয় ২০১৬ সালের ১ জুলাই। সৌমিত্র তখন কংগ্রেস ছেড়ে তৃণমূলের সাংসদ। সুজাতা খুব সাধারন মেয়ে। তবুও দুইয়ের মধ্যে প্রেম জমতে বেশি দেরী হয়নি। যত দ্রুত প্রেম, ততটাই দ্রুত বিয়ে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সৌমিত্র বিজেপিতে যোগ দেন। সেই সময় আদালতের নিষেধাজ্ঞায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতেই পারছিলেন না প্রচার করার জন্য। সেই সময় সুজাতা স্বামীর হয়ে প্রচারে নামেন। শুধু তাই নয়, সৌমিত্রকে জিতিয়ে ছাড়েন তিনি। তাঁর সেই ভূমিকার কথা প্রশংসার সঙ্গেই উল্লেখ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন সেই সুজাতাই অতীত হতে বসেছেন সৌমিত্রের জীবনে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমি কী খাব, কেন ঠিক করবে মোদি সরকার’, প্রশ্ন অভিষেকের

দলীয় পতাকা লাগাতে গিয়ে বচসা, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

‘মোদির পুতুল অমৃতা, মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি’ আক্রমণ অভিষেকের

ভোটের আগেই তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, আরামবাগে ছড়াল উত্তেজনা

৩৩ লক্ষ টাকা প্রতারণা, হাওড়ায় গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের এজেন্ট

কমিশনের রোষানলে হবিবপুর থানার IC, করা হল বদলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর