এই মুহূর্তে

বিধানসভার অধিবেশনে এবার দুটি প্রস্তাব আনছে রাজ্য সরকার, সেগুলি কী?‌ কতটা চাপে পড়বে বিজেপি?‌

নিজস্ব প্রতিনিধি:‌ আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ অধিবেশন। ওই অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। ৩ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে চলা এই অধিবেশনে দু’টি পৃথক প্রস্তাব আসবে বলে জানিয়ে দিয়েছে তৃণমূল পরিষদীয় দল। এক, নির্বাচন কমিশনের অধীনে চলা এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হবে। দুই, সিবিআই এবং ইডিকে প্রতিহিংসার রাজনীতি করতে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। আর এই দু’টি প্রস্তাব আনবেন রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিকে জানুয়ারি মাসের ৮ তারিখে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং তাঁর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য–রাজনীতি। প্রতীকের বাসভবন ও অফিসে তখন ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফাইল নিয়েও আসেন তিনি। আর মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে তাঁর দলের রণকৌশলের নথি ও প্রার্থী তালিকা ছিনতাই করছিল ইডি। এই নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি। এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিষদীয় দল।

অন্যদিকে এসআইআর পর্বে চরম হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। মৃত দেখানো ভোটার আসলে জীবিত। আবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। বিএলও থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা আতঙ্কে আত্মহত্যা করছেন। কেউ কেউ ভয়ে টেনশন করে মারা গিয়েছেন। তাই সাধারণ মানুষের হয়রানির অভিযোগ নিয়েও প্রস্তাব আনবেন পরিষদীয় মন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে এই দু’টি বিষয়কে বিধানসভার অধিবেশনে তুলে ধরা হবে। আর তার ফলে চাপে পড়ে যাবে বিরোধী দল বিজেপি। বিধানসভার অধিবেশনে এই নিয়ে আলোচনা চেয়ে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার রুল ১৮৫ অনুসারে বিধানসভায় লিখিত নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী।

এছাড়া বিধানসভার শেষ অধিবেশনে নজর রাখছে বিজেপি পরিষদীয় দল। গত পাঁচ বছরে স্পিকারের ডাকা কোনও বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়করা। বারবারই হই–হট্টগোল করে ওয়াক আউট করে বেরিয়ে যান তাঁরা। তাই স্পিকারের ঘরে যে কার্যবিবরণী কমিটির বৈঠক বসবে সেখানেও তাঁরা অংশ নেবেন না বলেই সূত্রের খবর। তবে বিধানসভার অধিবেশনে আনা সব আলোচনাতেই তাঁরা সক্রিয় অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখার এই জল কতদূর গড়ায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আবদুল্লা

তিনজনের গলার নলি কাটা, একজনের দেহ ঝুলছে সিলিংয়ে, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা

‘‌কৃষি ও শিল্প চলবে, কারও জমি কেড়ে নয়’‌, সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মেডিক্যাল কলেজে পা দিতেই ‘চোর-চোর’ স্লোগান! পড়ুয়াদের তুমুল বিক্ষোভে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক

এসআইআর শুনানির জন্য গ্রামে এসে প্রতিবেশীদের মারধরে মৃত যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ