এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘মাথা ভেঙে দেওয়া হবে’! উদয়নের বাড়ির সামনে পড়ল পোস্টার

নিজস্ব প্রতিনিধি: তুফানগঞ্জ পুরসভা নির্বাচনে প্রচারে গিয়ে বিধায়ক উদয়ন গুহ জানিয়েছিলেন, যারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বলে দাবি করবে, তাদের মাথা হাঁটু ভেঙে দেওয়া হবে। সেই বক্তব্যের পাল্টা এবার দিনহাটার তৃণমূল বিধায়কের মাথা ভেঙে দেওয়ার পোস্টার পড়ল। খোদ বিধায়কের বাড়িতেই পড়েছে সেই হুমকি পোস্টার। আর সেই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তেজনা। কে বা কারা সেই পোস্টার ফেলল তা নিয়েই উত্তেজনা দিনহাটায়।

শনিবার সকালেই ওই হুমকি পোস্টার পরার ঘটনা নজরে আসে। ঘটনার খবর পেয়ে দিনহাটা(Dinhata) থানার পুলিশ সেখানে ছুটে গিয়ে ওই পোস্টার উদ্ধার করে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিনহাটা(Dinhata) শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদয়ন(Udayn guha) বাবু জানিয়েছেন, ‘আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় পোস্টার পড়ার ঘটনা আমার নজরে আসেনি। কিন্তু বাড়িতে ঢোকার সময় গাড়ি থেকে নেমেই একটি পোস্টার মাটিতে পরে থাকতে দেখি। আরেকটি উল্টো দিকের দেওয়ালে সাঁটানো অবস্থায় দেখতে পাই। সেখানে হাঁটু ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার বদলে মাথা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার কথা লাল কালিতে লেখা ছিল।’

উদয়নের(Udayn guha) অভিযোগ ওই পোস্টার দুটি রাজবংশী ভাষায় লেখা ছিল। পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে সম্প্রতি কোচবিহার জেলার রাজনীতিতে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনন্ত রায়(মহারাজ) পন্থী গ্রেটারদের বীর চিলা রায় জন্ম উৎসব পালনের অনুষ্ঠানে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। তেমনি মুখ্যমন্ত্রী যাওয়ার পর ওই একই মঞ্চে উঠে বক্তব্য রাখেন বিজেপির সাংসদ বিধায়করা। সেখানে বিধায়ক মালতি রাভা পৃথক রাজ্যের দাবির পক্ষে সাওয়াল করেন। এরপরেই তৃণমূল বিধায়ক উদয়ন গুহ(Udayn guha) তুফানগঞ্জের একটি নির্বাচনী সভায় মালতি রাভার ওই পৃথক রাজ্যের প্রসঙ্গ টেনে আনেন। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে পৃথক রাজ্যের দাবিতে কোচবিহার জেলায় কোথাও মিছিল করলে হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবে না বলে হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন কোচবিহারের পৃথক রাজ্যের দাবিদাররা। কামতাপুর পিপলস পার্টির পক্ষ থেকে উদয়ন গুহের(Udayn guha) ওই বক্তব্যের বিরুদ্ধে মিছিল করে প্রতিবাদ জানানো হয়। সেদিন ওই মিছিল থেকে উদয়ন গুহের চামরা তুলে নেওয়ার স্লোগান ওঠে। এরপরেই এদিন উদয়ন গুহের দিনহাটা শহরের বাড়িতে ওই হুমকি পোস্টার পরার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

মেদিনীপুরের মাটি থেকে ‘গদ্দার’দের তীব্র আক্রমণ মমতার

‘সাংসদকে সরালেন কেন’ প্রার্থী বদল নিয়ে খোঁচা মমতার

‘লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডারকে উপড়ে ফেলতে হবে’, বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর