-273ºc,
Friday, 9th June, 2023 3:43 am
নিজস্ব প্রতিনিধি: তাঁর হাত থেকে রেহাই পাননি নিজের বাবাও। দুর্নীতি ইস্যুতে নিজের বাবাকে এক হাত নিয়েছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (UDAYAN GUHA)। এবার তাঁর নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মন্ত্রীর দাবি, বাম আমলে জ্যোতি বসুর (JYOTI BASU) সময়ে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কোটায় পড়ার সুযোগ পেয়েছিলেন কম যোগ্যতা রয়েছে, এমন পড়ুয়ারা। মন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।
রবিবার নয়াহাট বাজারের দলীয় সভা থেকে উদয়ন বলেন, আগে এলাকায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসন সংখ্যা কম ছিল। সেই সময়ে জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। এরপরেই উদয়ন বলেন, অনেক মেধাবী পড়ুয়ারা ভালো ফল করেও সুযোগ পেতেন না। মুখ্যমন্ত্রীর কোটা ছিল মেডিক্যালে ১০টি ও ইঞ্জিনিয়ারিংয়ে ১০টি। সেখানে কম যোগ্যতার শিক্ষার্থীরা সুযোগ পেতেন কিন্তু বহু মেধাবী সুযোগ পাননি। বলেন, দিনহাটার সিপিএম বিধায়ক মানিক দত্তের ছেলে উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েও ডাক্তারি পড়েছিলেন জ্যোতি বসুরর নিজস্ব কোটায়। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর বিতর্ক। তবে বামেদের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।