এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘তৃণমূল এবার ৪২-এর দিকে এগোবে’, দৃপ্ত ঘোষণা সুদীপের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে তৃণমূল(TMC) ডাক দিয়েছিল ৪২-এ-৪২। কিন্তু সেই লক্ষ্য সেবার পূর্ণ হয়নি বাংলার(Bengal) মাটিতে বিজেপির উত্থানে। মাত্র ২২টি আসনেই থেমেছিল তৃণমূলের দৌড়। কিন্তু সেই ছবিটাই এখন আমূল বদলে গিয়েছে। বাংলার মাটিতে পদ্ম এখন নিশ্চিহ্নের পথে। একুশের বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও নরেন্দ্র মোদির(Narendra Modi) বাহিনী বাংলার মেয়েকে হারাতে পারেনি। অগ্নিকন্যার হাতেই বাংলার দায়দায়িত্ব তুলে দেন বাংলার জনতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) যে কোনও বিকল্প যে এখনও বাংলার মাটিতে কেউ নেই সেটা ওই নির্বাচনই দেখিয়ে দিয়েছিল। সেই নির্বাচনের পর থেকে বাংলায় আর কোনও নির্বাচনেই জয়ের মুখ দেখেনি পদ্মশিবির। হারের পর হার এবং নিত্যদিন দলের নেতাকর্মীদের হয় দলত্যাগ কিংবা বসে যাওয়া। সেই সঙ্গে দলের সাংসদ বিধায়কদের তৃণমূলে যোগ দেওয়ার পালা। সবমিলিয়ে বাংলা থেকে বিলুপ্তির পথে হাঁটা দিয়েছে বিজেপি(BJP)। সেই অবস্থায় তৃণমূল উনিশের ৪২-এ-৪২ শ্লোগানকেই এবার(General Election 2024) বাস্তবায়িত করতে চাইছে। এবার সেটাই জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)।

শনিবার ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। সেদিন সন্ধ্যায় বাংলার একপ্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেই সুদীপ ৪২-এ-৪২ শ্লোগানকে ফিরিয়ে এনেছেন। বোঝাই যাচ্ছে এটা তাঁর ব্যক্তিগত অভিমত নয়, বরং ২৪’র যুদ্ধে তৃণমূলের লক্ষ্য। কী বলেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ? জানিয়েছেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি ভোটের বৈতরণী পার করতে চাইছে। এজেন্সির চূড়ান্ত অপব্যবহার চলছে। আমি ৯ বার জিতেছি কলকাতা থেকে, নয়না ৪ বার জিতেছে। আমরা মানুষের সঙ্গে মেলামেশা করি। ওরা ভাবছে এভাবে নির্বাচনী বৈতরণী পার করা যাবে। ভুল ভাবছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড লোকসভায় ৩৪ ছিল। এবার ৪২-এর দিকে এগোবে। এজেন্সি কী করবে না করবে আমার দেখারও দরকার নেই, বলারও দরকার নেই। কিন্তু এজেন্সির মুশকিল হল, কাউকে ধরলে সে তো একদিন জামিন পাবেই। আমিও পেয়েছি আদালতে গিয়ে। তবে অনেকের তা পেতে বছরের পর বছর যায়। আমার জানার, চূড়ান্ত রায়টা কবে বেরোবে? আমি তো কোনও রায় বেরোতে দেখিনি। আমি তো ঠিক করেছি, সংসদ খুললে নিজেই এবার দাবি করব ফাস্ট ট্র্যাক কোর্টে এর বিচার হোক।’

সুদীপ আরও জানিয়েছেন, ‘একজনকে অভিযুক্ত বলে গ্রেফতার করে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। অথচ কোনও মামলারই রায় আর সামনে আসছে না। তাপস পাল, সুলতান আহমেদ, চলে গেল। সারা জীবনই মনে থাকবে ওরা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু বিচার তো পেল না। এগুলো আমাকে যন্ত্রণা দেয়। সরকার বদল হবে। কিন্তু ইডি বা সিবিআইয়ের মতো এজেন্সি দেশে থেকেই যাবে। ফলে সেই মর্যাদা, গরিমা তাদের ছুঁতে হবে। প্রভাবিত হয়ে কাজ করলে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছেন। সেই লক্ষ্মীর ভাণ্ডার যেন আরও জোরদার হয়। বাংলা আরও বেশি করে আর্থিকভাবে সমৃদ্ধ হোক চাই। দিল্লি তো বাংলার টাকা দিচ্ছে না। সেদিক থেকে আমাদের একটা অসুবিধা আছেই। মাকে এবার বারবার ডেকে বলছি, আর্থিক সঙ্কট থেকে বাংলাকে মুক্ত করুক। মানুষও যেন আর্থিক দিক থেকে স্বচ্ছলতা ফিরে পায়।’ বস্তুত ওয়াকিবহাল মহলেরও ধারনা, ২৪’র যুদ্ধে তৃণমূল বাংলার মাটি থেকে যদি ৪২টি আসনই জিতে যায় তাহলে অবাক হওয়ার ব্যাপার থাকবে না। কেননা বিরোধীরা ছত্রভঙ্গ দশায় রয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ তাঁদের পাশে নেই। তাই লোকসভায় ১টি আসনও জেতা তাঁদের কাছে খুব খুব কঠিন হয়ে উঠবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিহিংসা !পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা

শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

সিএএতে আবেদন করলে ভোটের পরে জেলে ভরে দেবে, দাবি মমতার

দুর্গাপুরের কারখানায় পাঁচিল ভেঙে মৃত ২ শ্রমিক, আহত আরও ২

নদিয়াতে বৃষ্টির আকাল থাকায়, হাঁস চাষে হতাশা ফার্ম মালিকদের

ঘাটাল ‘মাস্টারপ্ল্যান’ কবে, দেবকে পাশে রেখে জানিয়ে দিলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর