এই মুহূর্তে




গুটখার জন্য ১০ টাকা না দেওয়ায় বাবাকে খুন করে কাটামুণ্ডু নিয়ে থানায় হাজির ছেলে

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: গুটখা খাওয়ার জন্য বাবার কাছে ১০ টাকা চেয়েছিল ছেলে। সেই টাকা না দেওয়ায় জন্মদাতাকে নৃশংসভাবে খুন করে কাটামুণ্ডু নিয়ে সোজা থানায় হাজির হল নরপিশাচ ছেলে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জে। আর ওই ভয়ঙ্কর ঘটনায় রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের। সঙ্গে সঙ্গেই পিতৃঘাতক ছেলেকে গ্রেফতার করে হাজতে পুরে দিয়েছেন।

বারিপদার মহকুমা পুলিশ আধিকারিক প্রবীণ মালিক জানিয়েছেন, ‘গতকাল সোমবার (৩ মার্চ) চান্দুয়া থানার বাসিন্দা শম্ভু সিংহ (৪০) গুটখা খাওয়ার জন্য বাবা ভাইদর সিংহের কাছে ১০ টাকা চেয়েছিল। কিন্তু ওই টাকা দিতে অস্বীকার করেন ভাইদর। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির মাঝে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে বাবার উপরে চড়াও হয় ছেলে। ধারালো অস্ত্র বাবার গলায় বসিয়ে দেয়। ছেলের ওই রুদ্রমূর্তি দেখে থ মেরে যান শম্ভুর মা। তখনই মায়ের উপরেও চড়াও হয় রক্তপিপাসু ছেলে। কোনও ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে যান ভাইদরের স্ত্রী। তিনিই পড়শিদের গোটা ঘটনা জানান।

এর পরেই হাতে বাবার কাটামুণ্ডু ঝুলিয়ে সোজা চান্দুয়া থানায় হাজির হন শম্ভু। চোখের সামনে ওই ঘটনা দেখে বিস্মিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। থানায় গিয়ে শম্ভু পুলিশ আধিকারিকদের বাবাকে খুন করার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। ওই ভয়ঙ্কর ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ভাইদরের বাড়ি থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ